২০২২ সালে সর্বোচ্চ রান: শীর্ষে বাবর, দুইয়ে লিটন

এক বছরের ব্যস্ততা পেছনে ফেলে আরেকটি ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেটিং ক্যালেন্ডারে ক্রিকেটাররা। ২০২২ সাল অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ, সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অনেক দ্বিপাক্ষিক সিরিজের সাক্ষী ছিল।
বছরজুড়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান বাবর আজমের। তালিকার দ্বিতীয় স্থানে বাংলাদেশের লিটন দাস।
একটি আদর্শ বছরের থেকে বেশ দূরে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। যদিও ২০২২ সালটা শেষ করেছে ভারতকে ওয়ানডে সিরিজে হারানোর সুখকর স্মৃতি আগলে। যে লড়াইয়ে নেতৃত্বদানের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখেন লিটন। বছরজুড়েই হেসেছে তার ব্যাট। তিন ফরম্যাট মিলিয়ে ৪২ ম্যাচে ৪০.০২ গড়ে ১ হাজার ৯২১ রান করেছেন বিধ্বংসী এই টাইগার ওপেনার।
গত বছর দুই ফাইনাল হেরেছে পাকিস্তান: এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে। হেরেছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট সিরিজ, যা টেস্ট বিশ্বকাপের ফাইনাল নিশ্চিতের দৌড় থেকে ছিটকে দিয়েছে তাদের। দলের হৃদয়ভাঙার বছরে সবচেয়ে বেশি অবদান ছিল বাবরের। করেছেন ২ হাজার ৫৯৮ রান। তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান ১ হাজার ৫৯৮ করে আছেন চতুর্থ স্থানে।
এমএমএ/
