স্বপ্নপূরণের বছরটা ভুলবেন না মেসি

পেছনে পড়া বছরে লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন জোড়া ট্রফি। প্রথমটি ফাইনালিসিমা। দ্বিতীয়টি স্বপ্নের বিশ্বকাপ। স্বপ্নপূরণের বছরটা ভুলবেন না আর্জেন্টাইন খুদেরাজ। ২০২২ সালকে বিদায় জানানোর বার্তায় এ কথা বলেছেন মেসি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে বছরের স্মৃতিচারণ মেসি শুরু করেন এভাবে, ‘এমন একটি বছর শেষ হয়েছে যা আমি কখনোই ভুলব না। আমি সবসময় যে স্বপ্নের পেছনে ছুটেছি তা অবশেষে সত্যি হলো। কিন্তু সেটার কোনো মূল্যই থাকবে না যদি আমি এটাকে একটি চমৎকার পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে না পারি।’
ভক্তদেরও বিশাল ধন্যবাদ জানিয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী মেসি, ‘যারা আমাকে অনুসরণ করে তাদের জন্য আমি একটি বিশেষ অনুভূতি রাখতে চাই, আপনাদের সবার সঙ্গে এই যাত্রা ভাগ করে নিতে পারাটা সত্যিই অবিশ্বাস্য। এত উৎসাহ ছাড়া আমি যেখানে এসেছি সেখানে পৌঁছানো অসম্ভব। আমি অনেক কিছু পেয়েছি।’
নতুন বছরে সবার সুস্বাস্থ্য কামনা করে নিজ পোস্ট শেষ করেন পিএসজির সুপারস্টার, ‘প্যারিস, বার্সেলোনা ও অন্য অনেক শহর ও দেশ, আমার দেশের সব মানুষের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি। আমি কামনা করি বছরটিও সবার জন্য চমৎকার হোক। ২০২৩ সালে সুখী সবাই থাকুন এবং আপনাদের সুস্বাস্থ্য বজায় থাকুক। সবাইকে একটি বিশাল আলিঙ্গন।’
এসএন
