কেকেআরকে লিটন, ‘করব লড়ব জিতব’

টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে আইপিএলের জনপ্রিয়তা আকাশচুম্বী। এই আসরে খেলা যেকোনো ক্রিকেটারের এখন স্বপ্ন। বিশ্বের অনেক দেশের ক্রিকেটারা আইপিএল খেলার জন্য জাতীয় দলকে পর্যন্ত অবহেলা করেন।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ একটু বেশিই। সেই আগ্রহে জোয়ার তৈরি হয় সাকিব আল হাসান খেলার পর থেকেই। সাকিব অনেকটা নাইট রাইডার্সের ঘরের ছেলের মতো হয়ে গেছেন।
এবারও তিনি ফিরে এসেছেন আবার কলকাতায়। সঙ্গে যোগ হয়েছেন লিটন কুমার দাস। লিটনের এটি প্রথম আইপিএর। যে কারণে বাংলাদেশের মানুষের আগ্রহ এবার আরও বেড়ে যাবে। লিটন নিজেও রোমাঞ্চিত। আজ তার একটি ভিডিও বার্তা কলকাতা নাইট রাইডার্স তাদের ফেসবুক পেইজে পোস্ট করেছে। প্রথমে ইংরেজিতে, পরে বাংলা।
ইংরেজিতে লিটন দাস বলেছেন, ‘আমি লিটন কুমার দাস। এটি আমার প্রথম আইপিএল। কেকেআর পরিবারের অংশ হতে পেরে আমি খুব বেশি রোমাঞ্চিত, ‘ এরপর তিনি বাংলায় বলেন, ‘ খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। করব, লড়ব, জিতব।’
লিটনকে এবার কেকেআর কিনে নিয়েছে ৫০ লাখ রূপির ভিত্তি মূল্যে। প্রথম ডাকে কেউ তাকে কিনে নেয়নি। দ্বিতীয়বার ডাক তাকে কিনে নেয় কেকেআর।
এমপি/এমএমএ/
