সৌদি আরবের ক্লাবে রোনালদো

অবশেষে গুঞ্জন সত্যি হলো। ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবে নাম লেখালেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় দেড় মাস দলহীন থাকার পর রোনালদো যোগ দিলেন সৌদি আরবের ক্লাব আল নাসরে।
শনিবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সৌদি ক্লাব আল নাসর ঘোষণা দিয়েছে, তারা পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে।
শনিবার দলের জার্সি ধরে রোনালদোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ক্লাবটি। ক্লাবটি এ চুক্তিটিকে ‘ইতিহাস তৈরি’ বলেও প্রশংসা করেছে।
রোনালদো এক বিবৃতিতে বলেছেন, ‘আমি ভাগ্যবান যে আমি ইউরোপীয় ফুটবলে জেতার জন্য যা যা করেছি তা আমি জিতেছি এবং এখন অনুভব করছি যে এশিয়াতে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এটাই সঠিক সময়।’
আমি আমার নতুন সতীর্থদের সঙ্গে যোগদানের জন্য ও ক্লাবকে সাফল্য অর্জনে সহায়তা করার জন্য উন্মুখ হয়ে আছি বলেও জানান রোনালদো।
বিশ্বকাপের আগে বহু আলোচনার জন্ম দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো তার সবশেষ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ ও কোচ এরিক টেন হ্যাগের কড়া সমালোচনা করেন। এর কয়েক দিন পরই দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে রেড ডেভিলরা। রোনালদো এরপর থেকেই ছিলেন কোনো ক্লাব ছাড়া।
আরএ/
