মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বাবর ও সহযোগী দেশের ক্রিকেটারদের দাপট, ওয়ার্নের মৃত্যু

পূর্ণ সদস্য না হলে টেস্টে ম্যাচ খেলার সুযোগ হয় না কারও। যে কারণে সহযোগী দেশগুলো ওয়ানডে আর টি-টোয়েন্টিতে সীমাবদ্ধ থাকে। ২০২২ সালে রঙিন পোশাকের দুনিয়ায় ব্যাটিং-বোলিংয়ে এসব সহযোগী দেশের ক্রিকেটারদের দাপট ছিল বেশি। ব্যাটিংয়ে ওয়ানডেতে এবং বোলিংয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষস্থানগুলো তারাই দখল করে নিয়েছেন নিজ যোগ্যতায়।

২০২২ সাল ছিল বাবর আজমের। টেস্টে তিনি সর্বোচ্চ রান করার পাশাপাশি তিন ফরম্যাটে তার মোট রান আকাশছোঁয়া ২ হাজার ৫৮৪। টেস্টে করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ১৬১ রানসহ ৯ টেস্টের ১৬ ইনিংসে তার মোট রান ১ হাজার ১৭০। ওয়ানডেতে ৯ ম্যাচে ৬৭৯ এবং টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচে ৭৩৫ রান। ৪৩ ম্যাচের ৫০ ইনিংসে তার মোট রান ২ হাজার ৫৮৪। সেঞ্চুরি ৮টি, হাফ সেঞ্চুরি ১৭টি। এর মাঝে টেস্টে ৪টি, ওয়ানডেতে ৩টি ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ১টি। টেস্টে ৭টি, ওয়ানেডতে ৫টি ও টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি ৫টি।

মোট রান সংগ্রহে বাবরের পরই আছেন বাংলাদেশের লিটন দাস। তিন ফরম্যাটে ৪২ ম্যাচের ৫০ ইনিংসে তার মোট রান ১ হাজার ৯২১। সেঞ্চুরি ৩টি, হাফ সেঞ্চুরি ১৩টি। টেস্টে লিটনের অবস্থান নয়ে, ওয়ানডেতে ১৯তম ও টি-টোয়েন্টিতে ২২তম। টেস্টে বাবরের পরেই আছেন ইংল্যান্ডের কাপ্তান জো রুট। ১৫ টেস্টের ২৭ ইনিংসে তিনি রান করেছেন ১ হাজার ৯৮। ৫টি সেঞ্চুরি আর ২টি হাফ সেঞ্চুরি আছে তার ঝুলিতে।

ওয়ানডেতে বাবর আজম অবশ্য উপরের দিকে থাকতে পারেননি। তার অবস্থান দশে। এখানে শীর্ষ ৫টি স্থানে অবশ্য নেই আইসিসির পূর্ণ সদস্য দেশের কোনো ক্রিকেটার। ২১ ম্যাচের ২০ ইনিংসে ব্যাট করে ৯৫৬ রান করে সবার উপরে আছেন নামিবিয়ার এরাসমাস। ২১ ম্যাচের ২১ ইনিংসে ব্যাট করে ৭৮১ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের অলভিন্দ। তিনে ও চারে যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স (৭৭০ রান) ও প্যাটেল (৭৬৯ রান)। ৭৩৬ রান করে পাঁচে আছেন স্কটল্যান্ডের ম্যাকলড। এরপর ছয়ে আছেন ভারতের শ্রেয়াস আইয়ার। তিনি ১৭ ম্যাচের ১৫ ইনিংসে ব্যাট করে রান করেছেন ৭২৪।

টি-টোয়েন্টিতে সবার উপরে আছেন ভারতের নতুন সেনসেশন সূর্যকুমার যাদব। ৩১ ম্যাচের সবকটি খেলে তিনি রান করেছেন ১ হাজার ১৬৪। সেঞ্চুরিও করেছেন ২টি। সঙ্গে হাফ সেঞ্চুরি ৯টি। দুইয়ে আছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ২৫ ম্যাচের ২৫ ইনিংসে ব্যাট করে রান করেছেন ৯৯৬। ২০ ইনিংসে ব্যাট করে ৭৮১ রান নিয়ে তিনে ভারতের বিরাট কোহলি। চারে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তার রান ৭৩৫। ব্যাট করেছেন ২৪ ম্যাচের ২৩ ইনিংসে।

টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিল নিউ জিল্যান্ডের টম লাথামের। ক্রাইস্টচার্চে তিনি বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ২৫২ রান। ২০২২ সালে ডাবল সেঞ্চুরি হয়েছিল খুবই কম, মাত্র ৫টি। অপর ৪টি ছিল শ্রীলঙ্কার দিনেশ চান্দিমালের অপরাজিত ২০৬ এবং অস্ট্রেলিয়ার লাবুশেনের ২০৪, স্টিভেন স্মিথের অপরাজিত ২০০ ও ডেভিড ওয়ার্নারের ২০০। টেস্টের মতো ওয়ানডেতেও ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিল বাংলাদেশের বিপক্ষে। সেটিও ছিল ডাবল সেঞ্চুরি। চট্টগ্রামে ভারতের ওপেনার ইশান কিশান খেলেছিলেন ২১০ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস ছিল অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি খেলেছিলেন ১৭২ রানের ইনিংস।

টেস্ট ক্রিকেটের রং বদলে দেওয়া ইংল্যান্ডের রাওয়ালপিন্ডিতে ওভারপ্রতি ৬.৫০ করে ১০১ ওভারে করা ৬৫৭ রান ছিল দলগত সর্বোচ্চ। ওয়ানডেতেও সর্বোচ্চ রান ছিল ইংল্যান্ডের। তারা অ্যামসটেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫০ ওভারে ৪ উইকেটে করেছিল ৪৯৮ রান। টি-টোয়েন্টিতে এটি ছিল আফগানিস্তানের দখলে। তারা দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করেছিল।

টেস্টে সর্বনিম্ন রান ছিল বাংলাদেশের, ৫৩। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা করেছিল এই রান। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে জিম্বাবুয়ে করেছিল সর্বনিম্ন ৭০ রান। টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ২১ রান করেছিল তুরস্ক। তারা মাত্র ৮.৩ ওভারে অলআউট হয়েছিল চেক রিপাবলিকের কাছে।

রঙিন পোশাকে সহযোগী দেশের বোলাররা এগিয়ে

ওয়ানডেতে প্রথম পাঁচে সবাই সহযোগী দেশের বোলার। ওমানের বিলাল খান ১৬ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে আছেন সবার উপরে। তিনি ৫ উইকেট নিয়েছেন তিনবার। দ্বিতীয় স্থানে আছেন নেপালের সম্পাল কামি। তিনি ২০ ম্যাচে পেয়েছেন ৩৫ উইকেট। সংযুক্ত আরব আমিরাতের বাসিল হামিদ ২১ ম্যাচে ৩২ উইকেট নিয়ে তালিকায় আছেন তৃতীয় সেরা। চারে নামিবিয়ার স্কলজ ও পাঁচে যুক্তরাষ্ট্রের নেট্ররাভালকার। তাদেরও উইকেট ৩২টি করে। গড় রানে তাদের স্থান নির্ধারণ হয়েছে। তিনজনেরই ৫ উইকেট করে আছে একবার করে। এরপর ছয়ে গিয়ে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। ১২ ম্যাচে তার উইকেট ৩০টি।

২৮ ম্যাচের ২৬ ইনিংসে বোলিং করে ৪৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে আছেন তানজানিয়ার এনকানিয়া। তিনি ৫ উইকেট পেয়েছেন একবার। ২৬ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আয়ারল্যান্ডের জসুয়া ব্রায়ান লিটল। ৩৮ উইকেট নিয়ে নেপালের লামিচানে তৃতীয়। তার ৫ উইকেট আছে একবার। চারে ভারতের ভুবনেশ্বর কুমার। তিনি ৩২ ম্যাচে পেয়েছেন ৩৭ উইকেট। ৫ উইকেট আছে একবার।

টেস্টে সবার উপরে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। তিনি মেলবোর্নে চলমান বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ২ উইকেট নিয়ে ৪৭ উইকেট পেয়ে অস্ট্রেলিয়ার নাথান লিয়নকে পেছনে ফেলে উপরে উঠে এসেছেন। লিয়নের উইকেট ৪৬টি। এই টেস্টে লিয়ন দুই ইনিংসে বোলিং করে উইকেট পেয়েছেন ৪টি। ৪৬ উইকেট আছে ইংল্যান্ডের ম্যাথু লিচেরও। তিনি আছেন তিনে।

টেস্টে ১০ উইকেট নেওয়ার ঘটনা ছিল মাত্র ৪টি। তারা হলেন- লিডসে নিউ জিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাথু লিচ (১০ উইকেট), গলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার রোশান প্রভাত জয়াসুরিয়া (১২ উইকেট), মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে পাকিস্তানের লেগ ব্রেক বোলার আবরার আহমেদ (১১ উইকেট) এবং মিরপুরে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার আশিতা ফার্নান্ডো (১০ উইকেট)।

ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা আছে অনেক। সবচেয়ে বেশি ৪ বার ইনিংসে ৫ উইকেট করে নিয়েছেন শ্রীলঙ্কার রোশান প্রভাত জয়াসুরিয়া। তিনি ক্যারিয়ারের প্রথম ৩ টেস্টের ৬ ইনিংসে নিয়েছেন ৫টি করে উইকেট। এর মাঝে প্রথম ৩ ইনিংসেই ছিল ৫টি করে উইকেট। ৩ বার নিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ন। এ ছাড়া ২ বার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও কেশাভ মহরাজ, ইংল্যান্ডের ম্যাথু লিচ, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও ভারতের জাসপ্রিত বুমরাহ।

ওয়ানডেতে ইনিংসে ৫ উইকেট পাওয়া একজন বোলারের জন্য খুবই কঠিন। কিন্তু সেই কঠিনেরেই জয় করেছেন ওমানের বিলাল খান ৩ বার ৫ উইকেট নিয়ে। এ ছাড়া ২ বার ৫ উইকেট নিয়েছেন করন কেসি।

টি-টোয়েন্টিতে মাত্র ৪ ওভার বোলিং করে ইনিংসে ৫ উইকেট নেওয়া আরও কঠিন। কিন্তু এখানেও সেই কঠিনকে একাধিকবার জয় করেছেন সুইডেনের জাকের তাকাউই ও আফ্রিকা মহাদেশের বুতসোয়ানার ধ্রুবকুমার মাইসুরিয়া। তারা ২ বার করে নিয়েছেন ৫ উইকেট।

ডিসমিসালে রিশাভ পান্ত সবার উপরে

ভারতীয় দলে যে পরিমাণ ক্রিকেটার আছেন, তাদের দিয়ে দুইটি দল অনায়েসেই তৈরি করা যায়। যে কারণে তাদের অনেক যোগ্যতাসম্পন্ন ক্রিকেটার অনেক সময় সেরা একাদশে সুযোগ করে নিতে পারেন না। এমনই একজন উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্ত। অনিয়মিত তিন ফরম্যাটে খেলেও উইকেটের পেছনে থেকে ৬২টি উইকেট শিকার করেছেন রিশাভ পান্ত। এরকম সাফল্য আর কোনো ক্রিকেটারের নেই।

৭ টেস্টের ১৪ ইনিংসে ২৯টি (২৩টি ক্যাচ, ৬টি স্টাম্পিং), ওয়ানডেতে ১২ ম্যাচের ১১ ইনিংসে ১৭টি (সবকটিই ক্যাচ) এবং টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচের ২৪ ইনিংসে ১৬টি (১৪টি ক্যাচ, ২টি স্ট্যাম্পিং) ডিসমিসাল ছিল তার। তবে কোনো ফরম্যাটে তিনি শীর্ষে ছিলেন না। সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার ভেরেন। তিনি ১১ টেস্টের ১৯ ইনিংসে ৩৬টি ক্যাচ ও ৩টি স্ট্যাম্পিং করে ৩৯টি ডিসমিসাল করেছেন।

ওয়ানেডেতে সবার উপরে আছেন স্কটল্যান্ডের ম্যাথু হেনরি ক্রস। ২১ ম্যাচে তার ডিসমিসাল ৩০টি। ক্যাচ ২৭টি, স্টাম্পিং ৩টি। দুইয়ে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। ১৭ ম্যাচ খেলে ২০ ক্যাচ আর ২ স্টাম্পিং নিয়ে তার ডিসমিসাল ২২টি। তিনে আবার সংযুক্ত আরব আমিরাতের ভিরিতিয়া অরবিন্দ। ২১ ম্যাচে তারও ডিসমিসাল ২২টি। ক্যাচ আছে ১৯টি, স্টাম্পিং ৩টি। চারে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। মাত্র ১২ ম্যাচে তিনি ডিসমিসাল করেছেন ২১টি। ১৫টি ক্যাচের সঙ্গে ৬টি স্টাম্পিং।

টি-টোয়েন্টিতে প্রথম দুটি স্থানই সহযোগী দেশের। আয়ারল্যান্ডের জন টুকার ও কেনিয়ার ইরফান আলী করিম। টুকার ২৭ ম্যাচে ডিসমিসাল করেছেন ২৬টি। ২৩টি ক্যাচের সঙ্গে ৩টি স্টাম্পিং। ১৫ ম্যাচে ৯ স্টাম্পিং ও ১৬টি ক্যাচ ধরে ‍২৫ ডিসমিসাল করিমের। তিনে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ১৬ ম্যাচে ২৩ ডিসমিসাল তার। ক্যাচ ২২টি, স্টাম্পিং ১টি।

ফিল্ডিংয়ে ১৫ টেস্টে ২২ ক্যাচ ধরে টেস্টে সবার উপরে ইংল্যান্ডের জ্যাক ক্রোলি। দুইয়ে ক্রোলির অধিনায়ক জো রুট। ১৫ টেস্টে তিনি ক্যাচ ধরেছেন ২১টি। ওয়ানডেতে স্কটল্যান্ডের ম্যাকলয়েড আছেন সবার উপরে। ১৬ ম্যাচে ক্যাচ ধরেছেন ২১টি। দুইয়ে ভারতের শেখর ধাওয়ান। তার ক্যাচ সংখ্যা ১৪টি। ইনিংস ২১টি।

টি-টোয়েন্টিতে শীর্ষে আয়ারল্যান্ডের রিচার্ড আদিয়ার। ২৭ ম্যাচে ক্যাচ ১৮টি। দ্বিতীয় স্থানে নিউ জিল্যান্ডের ডমিনিক ফিলিপস। ২১ ম্যাচে ক্যাচ ১৭টি।

শেন ওয়ার্নসহ তিন অস্ট্রেলিয়ানের মৃত্যু

২০২২ সাল ছিল লেগ স্পিনের জাদুকর কিংবদন্তি শেষ ওয়ার্নকে হারানোর বছর। মাত্র ৫২ বছর বয়সে ৪ মার্চ তিনি থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২০০০ সালে আইসিসির শতাব্দীর সেরা ৫ ক্রিকেটারের একজন হয়েছিলেন তিনি। ওয়ার্ন ৭০৮ উইকেট নিয়ে মুরালিধরনের ৮০০ উইকেটর পরই ছিলেন তিনি। ওয়ানডেতে তার উইকেট ছিল২৯৩টি।

শেন ওয়ার্নের মতো ক্রিকেটারকে হারানো ক্রিকেট বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। অস্ট্রেলিয়ার জন্য একটু বেশিই। একে তো তারা ওয়ার্নের মতো ক্রিকেটারকে হারিয়েছে। সঙ্গে হারিয়েছে রডনি মার্শ ও এন্ড্রু সায়মন্ডসের মতো আরও ক্রিকেটারকে।

২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে প্রথমে অজিরা হারিয়েছিল রডনি মার্শ ও শেন ওয়ার্নকে। প্রথমে মারা যান রডনি মার্শ। তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে অ্যাডিলেডের একটি হাসপাতালে ভর্তি হয়ে ৭৪ বছর বয়সে মারা যান। রডনি মার্শ ৯৬ টেস্টে ৩৪৩টি ক্যাচ ও ১২টি স্টাম্পিং করার পাশাপাশি ওয়ানডেতে ৯২ ম্যাচ খেলে ১২০ ক্যাচ ও ৪টি স্টাম্পিং করেছিলেন। টেস্টে তিনি অ্যাডাম গিলক্রিস্ট (৪১৬) ও ইয়ান হিলির (৩৯৫) পরই রডনি মার্শের অবস্থান।

এন্ড্রু সায়মন্ডস মারা যান কুইসল্যান্ডে সড়ক দুর্ঘটনায়। তার বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। রাত ১১টার দিকে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে যায়। অলরাউন্ডার সায়মন্ডস ২৬ টেস্টে ১ হাজার ৪৬২ রান ও ২৪ উইকেট এবং ওয়ানডেতে ১৯৮ ম্যাচ খেলে ৫ হাজার ৮৮ রান ও ১৩৩ উইকেট নিয়েছিলেন।

এমপি/এসজি

Header Ad
Header Ad

নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের। এই জয়ের ফলে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ইনিংস উদ্বোধন করেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। ঝোড়ো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি তানজিদ। ২৪ বলে ২৪ রান করে তিনি বিদায় নেন।

তৃতীয় ব্যাটার হিসেবে নামা মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে যান (১৪ বলে ১৩ রান)। তবে অধিনায়ক শান্ত একপ্রান্ত ধরে রাখেন এবং ধীরে ধীরে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। কিন্তু অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একের পর এক আউট হন তাওহিদ হৃদয় (২৪ বলে ৭), মুশফিকুর রহিম (৫ বলে ২) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (১৪ বলে ৪)। এদের সবাইকে ফিরিয়েছেন কিউই স্পিনার মাইকেল ব্রেসওয়েল। ১১৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

এরপর শান্তর সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন জাকের আলী অনিক। শান্ত দুর্দান্ত ব্যাটিং করে ১১০ বলে ৭৭ রান করেন, তবে তাকে থামান উইল ও’রউরকে। শেষদিকে জাকের (৫৫ বলে ৪৫) ও রিশাদ হোসেন (২৫ বলে ২৬) দলের স্কোর টেনে তোলার চেষ্টা করেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৩৬ রান।

নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল, ২টি উইকেট পান ও’রউরকে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। তাসকিন আহমেদ ও নাহিদ রানা মিলে কিউইদের ১৫ রানের মধ্যেই দুই উইকেট ফেলে দেন। তবে ডেভন কনওয়ে (৩০) ও রাচিন রবীন্দ্র দলের হাল ধরেন।

রাচিন রবীন্দ্র দুর্দান্ত ব্যাটিং করেন এবং ১০৫ বলে ১১২ রানের দারুণ ইনিংস খেলেন। তার সঙ্গী টম ল্যাথাম ৭৬ বলে ৫৫ রান করেন। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় পায় নিউজিল্যান্ড। ২৩ বল হাতে রেখেই তারা ৫ উইকেটে জয় নিশ্চিত করে।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা ও রিশাদ হোসেন।

এই জয়ের ফলে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠে গেল। অন্যদিকে, বাংলাদেশের পাশাপাশি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তানও।

Header Ad
Header Ad

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের গড়িমসি চলবে না। যদি দ্রুত সুস্পষ্ট ঘোষণা না আসে, তবে ঈদের পর বিএনপি বৃহত্তর আন্দোলনে নামবে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা শহরের পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ আরও বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নানা বিতর্ক তৈরি করেছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে গেছেন। তিনি দাবি করেন, গত ১৫ বছরে হাসিনা সরকার জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে, যার জন্য আওয়ামী লীগ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না।

গণজমায়েতে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের সমালোচনা করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

Header Ad
Header Ad

জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি

ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছেন বলে দাবি করেছেন আবরারের ছোট ভাই ও বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ।

আজ সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য প্রকাশ করেন। ফাইয়াজের দাবি, আসামি জেমি গত ৫ আগস্টের পর জেল থেকে পালিয়েছেন, তবে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে ছয় মাস পর।

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ফাইয়াজ লেখেন, “আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন।”

তিনি আরও লিখেছেন, “ফাঁসির আসামির তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালাল কিভাবে! পালানোর পরেও এতদিন এ তথ্য গোপন রাখা হয়েছে, যা স্পষ্টতই প্রমাণ করে যে তাকে ধরার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এর আগে থেকেই আরও তিনজন আসামি পলাতক রয়েছে।”

ফাইয়াজ তার পোস্টে মুনতাসির আল জেমির নাম ও ঠিকানাও উল্লেখ করেন।

নাম: মুনতাসির আল জেমি
পিতা: আব্দুল মজিদ
মাতা: জোসনা বেগম
ঠিকানা: ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন
জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি
তরুণদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার
বিভেদের সুযোগ নিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না: তারেক রহমান
সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটন নিষেধাজ্ঞা
রোজা সামনে রেখে খেজুরের দাম কমেছে ৪০ শতাংশ!
সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান ঘাঁটিতে হামলা ও যুবক নিহতের ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর
পদত্যাগ করতে রাজি জেলেনস্কি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা
জেনে নিন খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
মিঠাপুকুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে
মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি নিয়ে যা বললেন রিজভী
রমজানে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা
দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করার আহ্বান মির্জা ফখরুলের