অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বাংলাদেশ দলে জাতীয় দলের ৩ ক্রিকেটার
জাতীয় দলের তিন ক্রিকেটার লেগ স্পিনার রাবেয়া খান, উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার মারুফা আক্তারকে নিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে ৪ জনকে রাখা হয়েছে অতিরিক্ত হিসেবে। অধিনায়ক করা হয়েছে দিশা বিশ্বাসকে। তার ডেপুটি হিসেবে থাকবেন স্বর্ণা আক্তার।
নতুন বছরের ১৪ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় বসবে প্রথমবারের মতো এই আসর। পচেফস্ট্রুম ও বেনোনিতে শুরু হবে ১৬ দলের এই আসর।
বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের কোচ মঞ্জুরুল হক বলেন, ‘আমরা যে দল নির্বাচন করেছি, সেই দলটি গত দুই বছর একসঙ্গে খেলেছে। দলের মাঝে বোঝাপড়া ভালো। তাদের টিম স্পিরিটও ভালো।’
প্রথমবারের মতো আসর। কোচ নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা বলেননি। তবে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছেন।
পহেলা জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপে অপর তিন দল হলো- অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের প্রথম খেলা ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা ও ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ খেলা। সবগুলো খেলায় হবে বেনোনিতে। মূল লড়াইয়ে মাঠে নামার আগে বাংলাদেশ ৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা ও ১১ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।
বাংলাদেশ দল: দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানি সাহা, রিয়া আক্তার শিখা, সুমাইয়া আক্তার, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, উন্নতি আক্তার, দিপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন অর্থি, জান্নাতুল মাওয়া, মোছাম্মত ইভা।
অতিরিক্ত: সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার, রাবেয়া খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস।
এমপি/এসজি