উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের লিড
বছরের শেষদিকে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার উপর ছড়ি ঘোরাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অন্যদিকে করাচি টেস্টে বইছে রানবন্যা। পাকিস্তানের ৪৩৮ রানের সংগ্রহ ছাড়িয়ে গেছে নিউজিল্যান্ড। বুধবার (২৮ ডিসেম্বর) কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে তৃতীয় দিনের খেলা শেষে কিউইদের লিড ২ রান।
নিউজিল্যান্ডের হাতে অবশিষ্ট আছে আরও ৪ উইকেট। ইশ সোধিকে (১) নিয়ে আগামীকাল (২৯ ডিসেম্বর) চতুর্থ দিনের খেলা শুরু করবেন উইলিয়ামসন। তিনি অপরাজিত আছেন ১০৫ রানে। নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৪০ রান।
কিউইদের দিনে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ডেভন কনওয়ে। মাত্র ৮ রানের জন্য ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়া হয়নি এই ওপেনারের। কনওয়েকে এলবি ফাঁদে ফেলে প্রতিপক্ষের ১৮৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নোমান আলি। তবে সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার টম লাথাম। মধ্যাহ্নভোজের আগ মুহূর্তে আউট হওয়ার আগে ১০ চারে ১১৩ রানের ইনিংস খেলেন লাথাম। টেস্টে এটা তার ১৩তম সেঞ্চুরি। তাকে আউট করেন আবরার আহমেদ। এরপর ফের নোমানের আঘাত। পাকিস্তানি স্পিনার তার দ্বিতীয় শিকার বানান ২২ রান করা হেনরি নিকোলসকে।
তিন উইকেট পতনের পর উইকেটের একপ্রান্ত আগলে রাখেন উইলিয়ামসন। প্রথমে ড্যারিল মিশেলের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে তুলে তিনি। এতে ড্যারিলের অবদান ছিল ৪২ রান। ওয়ানডে স্টাইলে ব্যাট চালাতে গিয়ে আবরারের দ্বিতীয় শিকার হন কিউই অলরাউন্ডার। ড্যারিল ফেরার পর উইলিয়ামসনকে সঙ্গ দেন টম ব্লান্ডেল। পঞ্চম উইকেটে তাদের প্রতিরোধে কিউইদের খাতায় যোগ হয় আরও ৯০ রান। দলীয় ৪২৭ এবং ব্যক্তিগত ৪৭ রানে কিপার-ব্যাটার ব্লান্ডেলকে আউট করেন মোহাম্মদ ওয়াসিম। খানিকবাদেই আবরারের তৃতীয় আঘাত। মাঠছাড়া করেন ৫ রান করা ব্রেসওয়েলকে।
এসজি