বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পদত্যাগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্ব ছিল ডমিঙ্গোর কাঁধে। কিন্তু এর আগেই তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ালেন।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের দুই দিনের মাথায় এমন সিদ্ধান্ত নিলেন ডমিঙ্গো। রবিবার ঢাকা টেস্ট শেষে বড়দিনের ছুটিতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় গেছেন তিনি। সেখান থেকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে ই-মেইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পদত্যাগপত্র পাঠান তিনি।
বুধবার (২৮ ডিসেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেন।
ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট শেষ হওয়ার পরই কোচিং প্যানেলে পরিবর্তনের কথা বলেছিলেন জালাল ইউনুস। তবে কী পরিবর্তন আসবে সেটা জানাননি তিনি। অবশেষে ডমিঙ্গোর পদত্যাগ যেন সেই ইঙ্গিতের বিষয়টি স্পষ্ট করল।
২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার কারণে স্টিভ রোডসকে ছাঁটাই করে বিসিবি। পরে রোডসের জায়গায় স্থলাভিষিক্ত হন ডমিঙ্গো। ডমিঙ্গোর অধীনে দেশের মাটিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই প্রথম টেস্ট জয় ও দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয় আসে ডমিঙ্গোর অধীনেই। এরপরেও কোচের পদটা ধরে রাখতে পারেননি তিনি।
এসজি
