ঢাকা টেস্টে বোলিং করবেন সাকিব

কাঁধের ইনজুরির কারণে অধিনায়ক সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেই এক পর্যায় নিজেকে বোলিং থেকে গুটিয়ে নেন। পরে দ্বিতীয় ইনিংসে আর বোলিং করেননি। এক পর্যায়ে তার ঢাকা টেস্টে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর পরিকল্পনা এক প্রকার চূড়ান্তই করে ফেলেছিলেন টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে একজন বোলার খেলাতে হবে। কমাতে হবে ব্যাটসম্যান।
সাকিবকে নিয়ে এ রকম শঙ্কা হবে মনে করে চট্টগ্রাম টেস্টে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে রাখা হয়। তার অভিষেকও এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে বাদ পড়ার তালিকায় উঠে আসে নুরুল হাসান সোহান ও ইয়াসির আলীর নাম। সম্ভাবনা বেশি ছিল নুরুল হাসান সোহানের। তবে আজ সেখানে এসেছে বেশ পরিবর্তন।
সাকিব খেলবেন অলরাউন্ডার হিসেবেই। করবেন বোলিং। তাই আপাতত আগের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। আজ সংবাদ সম্মেলনে কথা বলতে এসে সাকিবকে নিয়ে এ রকমই সবুজ সংকেত দিয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তিনি বলেন, ‘সাকিবের বোলিং করা নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে। সে বোলিং করার মতো ফিট আছে।’
এমপি/এসএন
