টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনে সাকিব

একবার ক্রিকেটের তিন ফরম্যাটেই অলরাউন্ডার র্যাঙ্কিয়ে শীর্ষে থেকে ইতিহাস গড়েছিলেন সাকিব আল হাসান। আবারও সে লক্ষ্যেই হাঁটছে দেশের এই তারকা অলরাউন্ডার।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের অলরাউন্ডার র্যাঙ্কিয়ে সাকিব আছেন শীর্ষে। টেস্টেও উন্নতি হয়েছে তার। ইংল্যান্ডের বেন স্টোকসকে পেছনে ফেলে অলরাউন্ডার র্যাঙ্কিয়ে তিনে উঠে এসেছেন সাকিব। তার উপরে শুধু ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে বল হাতে সাকিব পাননি উইকেট। তবে ব্যাট হাতে খেলেন ১০৮ বলে ৮৪ রানের দারুণ ইনিংস। এই পারফরম্যান্স প্রভাব ফেলেছে র্যাঙ্কিংয়ে। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জাদেজা। দুইয়ে অশ্বিন। ৩২৯ পয়েন্ট নিয়ে তিনে সাকিব। ৩২৪ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছেন স্টোকস।
চট্টগ্রাম টেস্ট শেষে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও। দুই ইনিংসে ২৩ ও ২৮ রানের সুবাদে দুই ধাপ এগিয়ে অবস্থান করছেন ১৯ নম্বরে। টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষেই আছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন। তবে দ্বিতীয় স্থানে থাকা স্টিভেন স্মিথ এক ধাপ নেমে গেছেন। করাচি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৭৮ ও ৫৪ রানের ইনিংস খেলে দুইয়ে উঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
এসজি
