বাজল বাঁশি শিরোপা জয়ের ফাইনালের

ফাইনাল খেলায় দৃষ্টি থাকে দুই দলের উপর। থাকে দুই দলের সেরা সেরা খেলোয়াড়দের দিকেও। কাতার বিশ্বকাপের ফাইনালে নজর থাকবে আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের দিকে।
কিন্তু কোনো অংশে কম থাকবে না ফাইনালে বাঁশি বাজানো পোল্যান্ডের সিমন মার্চিনিয়াকের প্রতিও। তার সুন্দর ও সঠিক বাঁশি বাজানোর উপরই নির্ভর করবে ফাইনাল খেলার সৌন্দর্য। সেই সিমন মার্চিনিয়াক বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে আর্জেন্টিনা-ফ্রান্সের শিরোপা জয়ের লড়াই। আর্জেন্টিনার এটি ষষ্ঠ, ফ্রান্সের চতুর্থ ফাইনাল। দুই দলই আগে দুইবার করে শিরোপা জিতেছে। এবার যে দল জিতবে তাদেরই হবে তৃতীয় শিরোপা।
ফাইনাল খেলা এমনিতেই থাকে আকর্ষণীয়। এবারের ফাইনাল একটু বেশি ব্যতিক্রমী এবং আলাদা গুরুত্ব বহন করছে। এর কারণ ফুটবলের খুদে জাদুকর মেসির শেষ বিশ্বকাপ। আগে তিনি চারটি বিশ্বকাপে অংশ নিয়ে ২০১৪ সালে একবার মাত্র ফাইনাল খেলতে পেরেছিলেন। সেই ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।
এবারও কি মেসি আগের মতোই রিক্ত হস্তে ফিরবেন, না শিরোপা উঁচিয়ে ধরবেন, সেই লড়াই তিনি শুরু করেছেন। ৯০ মিনিটে খেলা ফয়সালা না হলে অতিরিক্ত সময়ে গড়াবে। সেখানেও ফয়সালা না হলে তারপর টাইব্রেকার।
এমপি/এসজি
