ঢাকা টেস্টেও নেই তামিম, ডাক পেলেন নাসুম
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই ওয়ানডে দল থেকে ছিটকে পড়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। পরে খেলা হয়নি চট্টগ্রাম টেস্টেও। ধারণা করা হয়েছিল ২২ ডিসেম্বর মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টে তামিম ফিরবেন আবার মাঠে। কিন্তু এখানেও তার ফেরা হচ্ছে না।
তামিমকে বাদ দিয়েই ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রঙিন পোশাকে ৪টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ইনজুরির কারণে ঢাকা টেস্টে জায়গা হারিয়েছেন পেসার এবাদত হোসেন। তিনি চট্টগ্রাম টেস্টের সেরা একাদশে ছিলেন। ঢাকা টেস্টের দলে জায়গা হয়নি আরেক পেসার শরিফুল ইসলামের। চট্টগ্রাম টেস্টে তিনি দলে থাকলেও সেরা একাদশে ছিলেন না।
ঢাকা টেস্টে বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, রেজাউর রহমান রাজা ও নাসুম আহমেদ।
এমপি/এসজি