তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করল ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ২-১ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। গোল দুটির মধ্যে একটি করেন ডিফেন্ডার ইয়োস্কো গাভারদিওল। অপরটি করেন মিসলাভ অরসিচে।
শনিবার (১৭ ডিসেম্বর) রাতে কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ডিফেন্ডার ইয়োস্কো গাভারদিওলে গোলে ম্যাচের সপ্তম মিনিটেই লিড পেয়ে যায় ক্রোয়েশিয়া। তবে লিড খুব বেশ সময় ধরে রাখতে পারেনি তারা। গোল খাওয়ার দুই মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরান মরক্কোর আশরাফ দারি। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল।
প্রথমার্ধের ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে ক্রোয়েশিয়া। প্রতিপক্ষের ডি-বক্সের মুখে মরক্কো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সতীর্থের পা ঘুরে পেয়ে যান মিসলাভ অরসিচ। তার নেওয়া কোনাকুনি শটে বল গোল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া।
এদিকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রক্ষণাত্মক খেলে ক্রোয়েশিয়া। বিপরীতে সমতায় ফিরতে আপ্রাণ চেস্টা চালায় মরক্কানরা। তবে ফিনিশিংয়ের অভাবে বারবার পরাস্ত হয় তারা। এভাবে খেলা চলতে নির্ধারিত সময়ের খেলা শেষে চতুর্থ হয়েই মাঠ ছাড়তে হয় তাদের। অপরদিকে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করে ক্রোয়েটরা।
এসআইএইচ