তিন বোলার নিয়ে বিপাকে বাংলাদেশ
বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ২৫৪ রানের লিড নিয়ে ভারত আবার ব্যাট করতে নেমে বিপাকে ফেলে দিয়েছে বাংলাদেশকে। পাঁচ বোলার নিয়ে খেলতে নামা বাংলাদেশ দল পরিণত হয়েছে তিন বোলারে। প্রথম ইনিংসে কাঁধের সমস্যায় এক পর্যায়ে অধিনায়ক আর বোলিং করেননি। দ্বিতীয় ইনিংসেও তিনি বল হাতে নেননি। তার সঙ্গে যোগ হয়েছেন পেসার এবাদত। প্রথম ইনিংসে এবাদত ব্যাটিং করলেও পিঠের সমস্যায় দ্বিতীয় ইনিংসে খালেদের সঙ্গে বল হাতে ইনিংসের উদ্বোধন করেননি তিনি। ফলে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। খালেদ, তাইজুল আর মিরাজের বোলিং মোকাবেলা করে তারা দ্বিতীয় সেশনে মাত্র এক উইকেট হারিয়ে যোগ করেছেন ১০৪ রান। এক উইকেটে ১৪০। ভারত এগিয়ে আছে ৩৯৪ রানে।
২৩ রানে লুকেশ রাহুলকে আউট করেন এবাদত। তার শর্ট বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন তাইজুলের হাতে। জুটিতে রান আসে ৭০। ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়ে ৮০ রানে অপরাজিত আছেন ওপেনার শুভমান গিল। তার সঙ্গে ৩৩ রানে অপরাজিত চেতেশ্বর পুজারা।
দুই বোলারের অনুপস্থিতিতে অধিনায়ক সাকিব ইয়াসির আলীর হাতে বল তুলে দেন। তিনি ৫ ওভার বোলিং করে ২২ রান দেন। তবে উইকেট পেতে পারতেন একটি। কিন্তু ডিআরএস অফ থাকায় তা আর সম্ভব হয়নি। শুভমান গিলের বিপক্ষে ইয়াসির আলীর বলে এলবিডব্লিউ জোড়ালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে সাকিব এই রিভিউ নিয়েছিলেন।
এমপি/এসআইএইচ