বাংলাদেশকে ফলোঅন করায়নি ভারত
ফাইল ফটো
দ্বিতীয় দিনে ব্যাট করতে নামার পর বাংলাদেশের যে রকম ব্যাটিং ব্যর্থতা শুরু হয়েছিল, তাতে করে সেদিনই অলআউট হওয়ার সম্ভাবনা জেগে ছিল বাংলাদেশের। কিন্তু নবম উইকেট জুটিতে মিরাজ ও এবাদত তা হতে দেননি। ইনিংসকে টেনে নিয়ে যান তৃতীয় দিনে। দেখার বিষয় ছিল এই দুজন কতক্ষন টিকতে পারেন এবং বাংলাদেশ কত রানে আউট হয়। খুব বেশি সময় টিকতে পারেনি বাংলাদেশ। টিকতে পেরেছে মাত্র ১১.৫ ওভার। আট উইকেটে ১৩৩ রান নিয়ে খেলতে নেমে ১৭ রান যোগ করে ১৫০ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। কিন্তু ভারত তাদের ফলোঅন না করিয়ে নিজেরাই আবার ব্যাট করতে নামার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ইনিংসে তারা এগিয়ে আছে ২৫৪ রানে।
দ্বিতীয় দিনের শেষ বিকালে মিরাজ ও এবাদত ভারতীয় বোলারদের জন্য কষ্টের কারণ হয়ে উঠলেও তৃতীয় দিন সকালে তারা খুব বেশি সময় টিকতে পারেননি। ৪.৫ ওভারে ১১ রান যোগ করেই বিচ্ছেদ আসে তাদের। উইকেটের পেছনে পন্হের হাতে ক্যাচ দিয়ে এবাদত কুলদীপকে আট টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেতে সহায়তা করে। এবাদত আউট হন ১৭ রানে। এবাদত আউট হয়ে গেলেও মিরাজ যেন পন করেছিলেন, যত বেশি সময় সম্ভব ক্রিজে টিকে থাকার। তাইতো দেখা যায় শেষ উইকেট জুটিতে খালেদকে নিয়ে তিনি চেষ্টা চালিয়ে যান। কিন্তু এবার তিনি নিজেই আউট হয়ে যান ২৫ রানে অক্ষর প্যাটেলের বলে উইকেটের পিছনে পন্থের হাতে ক্যাচ দিয়ে। খালেদ কোনও রান না করে অপরাজিত থাকেন। কুলদীপ ৪০ রানে নেন পাঁচ উইকেট। মোহাম্মদ সিরাজ তিন উইকেট নেন ২০ রানে, একটি করে উইকেট নেন উমেশ যাদব ও অক্ষর প্যাটেল।
এমপি/এসআইএইচ