ব্যাটিংয়ে নেমেই বিপাকে বাংলাদেশ
ভারতকে ৪০৪ রানে অলআউট করে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে বাংলাদেশ। চা বিরতির আগে ১০ ওভার খেলে তারা সংগ্রহ করেছে ২ উইকেটে ৩৩ রান। ৪৮ রানে ৩ উইকেট ফেলে দেওয়ার পরও সেখান থেকে ভারত ঘুরে দাঁড়িয়ে ৪০৪ রান সংগ্রহ করেছিল। এখন দেখার বিষয় বাংলাদেশ শুরুতে যে বিপদে পড়েছে, সেখান থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে কি না।
বাংলাদেশের বিপর্যয় শুরু হয় ইনিংসের প্রথম বলেই। ফর্মে ফেরার জন্য লড়াই করতে থাকা নাজমুল হোসান শান্ত তার ব্যর্থতাকে আরও গভীরে নিয়ে গেছেন প্রথম বলেই আউট হয়ে। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে তিনি রিশাভ পান্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন।
দলের এই ব্যর্থতা আরও গাঢ় হয় ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনে ব্যাট করতে নামা ইয়াসির আলী ব্যক্তিগত ৪ রানে ফিরে গেলে। তিনি উমেশ যাদবের বলে বোল্ড হন। অভিষিক্ত জাকির ৯ ও লিটন দাস ২৪ রান নিয়ে চা বিরতির পর আবার ব্যাট করতে নামবেন বাংলাদেশের ইনিংস মেরামত করতে।
এমপি/এসজি