প্রথম সেশনে বাংলাদেশের সান্ত্বনা শ্রেয়াসের উইকেট
দ্বিতীয় দিনের শুরুতেই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান শ্রেয়াস আইআরকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ ভালোই শুরু করেছিল। কিন্তু তা ছিল ক্ষণিকের। প্রথম সেশনের বাকি সময়টা আর কোনো উইকেট তুলে নিতে পারেনি। ফলে ভারত ক্রমেই নিজেদের অবস্থানকে শক্তিশালী করে তুলছে। লাঞ্চ বিরতিতে গিয়েছে সাত উইকেটে ৩৪৮ রান সংগ্রহ করে। প্রথম সেশনে ভারত ৭০ রান যোগ করে। উইকেট হারিয়ে একটি।
প্রথম দিন বাংলাদেশ ভারতের উপর যে আক্রমণ শুরু করে ম্যাচকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল সেখান থেকে ভারত ঘুরে দাঁড়িয়েছিল যে দুই ব্যাটসম্যানের উপর ভর করে, তাদের একজন ছিলেন শ্রেয়াস অপরজন পুজারা। পুজারা ৯০ রান করে আউট হলেও শ্রেয়াস ৮২ রান করে অপরাজিত ছিলেন। সম্ভাবনা ছিল সেঞ্চুরি করার। কিন্তু দিনের শুরুতেই এবাদত হোসেন বোল্ড করে তাকে ফিরিয়ে দিলে তার আর সেঞ্চুরি করা হয়নি। আগের দিনের রানের সঙ্গে মাত্র ৪ রান যোগ করেন। জুটিতে রান যোগ হয় ১৫।
দিনের শুরুর এই সাফল্য বাংলাদেশ পরে আর ধরে রাখতে পারেনি রবিচন্দন অশ্বীন ও কুলদীপ যাদব অষ্টম উইকেট জুটিতে হাল ধরে ভারতের অবস্থানকে মজবুত করার দিকে নিয়ে যান। জুটিতে তারা ৫৫ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন। লাঞ্চের পর অশ্বীন ৪০ ও কুলদীপ ২১ রান নিয়ে ব্যাট করতে নামবেন।
এমপি/এসএন