চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দুই দলই সমানে সমান
দিনের শুরুর ৪৮ রানে ৩ উইকেট হারানোর বিপর্যয় কাটিয়ে চেতেশ্বর পুজারা ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে ভর করে সফরকারী ভারত চট্টগ্রাম টেস্টের প্রথম দিন খেলায় ফিরেছে। দিনশেষে তাদের সংগ্রহ ছয় উইকেটে ২৭৮। শেষ বিকেলে দুই উইকেট নিয়ে বাংলাদেশ দিনটিকে আর ভারতের হতে দেয়নি।প্রথম দিন তাই দুই দলেরই অবস্হান সমান সমান।
ক্যাচ মিসের মহড়ায় বাংলাদেশ প্রথম দিনটি নিজেদের করে নিতে পারেনি। যে পুজারা ও শ্রেয়াস আইয়ারের ব্যাটেটে ভর করে ভারত দিনের শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠে, সেই দুজনকেই দুইবার করে জীবন দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। এর বাইরে শ্রেয়াসের একবার বল স্ট্যাম্পে লাগলেও বেল না পড়াতে বেঁচে যান । পুজারাকে ৯০ রানে তাইজুল আউট করলেও শ্রেয়াস ৭৯ রান নিয়ে এখনো আছেন ক্রিজে। পুজারার এটি ছিল বাংলাদেশের বিপক্ষে পাঁচ টেস্ট খেলে পঞ্চম হাফ সেঞ্চুরি। শ্রেয়াসের প্রথম। দুইজনে পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ১৪৯ রান করেন। পঞ্চম উইকেট জুটিতে আগের সর্বোচ্চ রান ছিল ১২৩। ২০১৯ সালে ইন্দোরে মায়াঙ্ক আগারওয়াল ও রবীন্দ্র জাদেজা করেছিলেন এই রান।
শুধু পুজারা ও শ্রেয়াস এই দুই জনই যে জীবন পেয়েছেন তা কিন্তু নয়। জীবন পেয়েছেন অক্ষর প্যাটেলও ।আবার রিভিউ না নেয়ার ফলে নিশ্চিত উইকেট পাওয়া থেকে বঞ্চিত হয় বাংলাদেশ । প্যাটেল জীবন পেয়েছিলেন ৩ রানে তাইজুলের বলে । তবে জীবন পেলেও তিনি খুব বেশি দূর যেতে পারেননি ১৪ রানে তাকে আউট করে দেন মিরাজ দিনের শেষ বলে। এবাদতের বলে স্ট্যাম্পে বল লাগার পরও বেল না পড়াতে বেঁচে যান শ্রেয়াস। শেষ শেসনের তারা দুই উইকেটে ১০৪ রান যোগ করে। তাইজুল 84 রানে নেন তিনি উইকেট। মিরাজের দুই উইকেট ছিল ৭১ রানের বিনিময়ে। অপর উইকেট ছিল খালেদের। রান দিয়েছিলেন ২৬।
এমপি/এসএন/এএস