দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে ভারত
প্রথম সেশনে ভারতের ব্যাটিং লাইনের উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল দ্বিতীয় ইনিংসে তারা তা কাটিয়ে উঠতে পেরেছে। এক উইকেট হারিয়ে যোগ করেছে ৭৯ রান। প্রথম সেশনে তাদের রান ছিল তিন উইকেটে ৮৫। দ্বিতীয় সেশন শেষে তাদের মোট রান চার উইকেটে ১৭৪। চেতেশ্বর পুজারা ৪২ ও শ্রেয়াস আইয়ার ৪১ রান নিয়ে প্রথম দিনের শেষ সেশনে আবার ব্যাট করতে নামবেন।
প্রথম সেশনে ভালো সূচনা করার পরও হঠাৎ করে বাংলাদেশের বোলাররা জ্বলে উঠলে ভারত মাত্র ৭ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। সেখান থেকে প্রথমে প্রতিরোধের ডাক দেয় চেতেশ্বর পুজারা ও রিশাভ পান্হ। দুজনে প্রথম সেশনের বাকি সময় আর কোনো উইকেট পড়তে দেননি। পান্ত ছিলেন একটু মারমুখী।
দ্বিতীয় সেশনও তার মারমুখী বেটিং অব্যাহত ছিল ২৯ নিয়ে খেলতে নেমে আরও ১৭ রান যোগ করে তিনি ৪৬ রানে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন। ৪৫ বলের ইনিংস ছিল দুটি ছক্কা ও ছয়টি বাউন্ডারি। পান্হ আউট হওয়ার পর পুজারা ও শ্রেয়াস আইয়ার হাল ধরে দ্বিতীয় সেশনের বাকি সময় পার করে দেন ৬২ রান যোগ করে।
লাঞ্চের পর এবাদতের করা প্রথম ওভারেই পুজারা জীবন পান নুরুল হাসান সোহানের হাতে। জীবন পেয়ে তিনি অপরাজিত ৪২ রানে। শ্রেয়াস অপরাজিত ৪১ রানে।
এমপি/আরএ/