তিন উইকেট নিয়ে বাংলাদেশের দুর্দান্ত প্রথম সেশন
টস জিতে ব্যাটিং করতে নামা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনকে রানের ফুলঝরি ছিটাতে দেননি বাংলাদেশের বোলাররা। মাত্র সাত রানে তিন উইকেট নিয়ে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ। ভারতের সংগ্রহ তিন উইকেটে ৮৫।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টস হারের পর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে প্রথমবারের মতো টস জিতে ব্যাটিং করারে সিদ্ধান্ত নিয়ে শুরুটা ভালোই করেছিল ভারত। দুই ওপেনার এক লোকেশ রাহুল ও শুভমান গিল দলকে ভালোই সূচনা এনে দিয়েছিলেন। জুটিতে ৪১ রান আসার পর আঘাত হানেন তাইজুল। শুভমান গিলকে ২০ রানে ফিরিয়ে দেন ইয়াসির আলী সহায়তায়। ৪ রান পর আরেক ওপেনার লোকেশ রাহুলকে (২২) ড্রেসিং রুমের পথ দেখান খালেদ। দলীয় ৪৭ রানে তাইজুল সবচেয়ে বড় আঘাত হানে বিরাট কোহলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। কোহলি করেন মাত্র ১ রান। এ সময় ভারত খুবই চাপে পড়ে যায়।
চাপকে সামাল দিয়ে দলকে উদ্ধার করার কাজ করে যাচ্ছেন চেতশ্বর পুজারা ও রিশাভ পান্থ। দুজনে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর কোনও উইকেট পড়তে দেননি। পুজারা ১২ ও রিশাভ মারমুখি ব্যাটিং করে ২৫ বল ২৯ রান করে অপরাজিত। তাইজুল ৩৪ রানে দুটি ও খালেদ ১৭ রানে একটি উইকেট নেন।
এমপি/এসআইএইচ