আইপিএলের নিলামে বাংলাদেশের ৪ ক্রিকেটার
আইপিএলের এবারের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর কোচিতে। সেই নিলামে জায়গা হয়েছে সাকিব আল হাসানসহ বাংলাদেশের ৪ ক্রিকেটারের। বাকি তিনজন হলেন- লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন। তালিকায় নাম ছিল আরও দুইজনের। তারা হলেন- নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। কিন্তু পরে তাদের নাম বাদ পড়েছে।
এই চারজন থেকে কয়জন দল পাবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। কারণ আইপিএলে বাংলাদেশের পোস্টার বয় সাকিবের নাম দু'বার তোলার পরও গতবার কোনো দল কিনেনি। এদিকে গতবার দিল্লি ক্যাপিটালসে খেলা মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে তারা।
এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে দেড় কোটি রুপি। গতবার তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। বাকি তিনজনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। বাদ পড়া নাসুম ও শরিফুলও ছিলেন ৫০ লাখ রুপিতে।
এবারের নিলামে নাম থাকবে ৪০৫ ক্রিকেটারের। এর মধ্যে ভারতের ২৮৩ জন ও বিদেশি ১৩২ জন। কিন্তু এখান থেকে সুযোগ পাবেন মাত্র ৮৭ ক্রিকেটার। এই ৮৭ ক্রিকেটারের মধ্যে ভারতের ৫৭ ও বিদেশি ৩০ জন ক্রিকেটারের জায়গা ফাঁকা আছে। ১৩২ বিদেশি ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের ৪ ক্রিকেটারকে লড়তে হবে ৩০ জনের সঙ্গে।
নিলামে সাকিব আছেন ২ নম্বর সেটে। লিটন দাস আছেন উইকেটকিপারদের নিয়ে তৈরি ৩ নম্বর সেটে। পেসার তাসকিন আছেন ১৩ নম্বর সেটে। আফিফের জায়গা হয়েছে ২৯ নম্বর সেটে।
নিলামে যে বাংলাদেশের সবার নাম উঠবে তার কোনো নিশ্চয়তা নেই। উপরের দিকে থাকা সেটে ক্রিকেটারদের নাম উঠবে নিশ্চিত। এই হিসেবে সাকিব-লিটনের নাম উঠা অনেকটাই নিশ্চিত। কিন্তু ১৩ নম্বর সেটে থাকা তাসকিন ও ২৯ নম্বর সেটে থাকা আফিফের নাম উঠা নির্ভর করবে ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহ ও জায়গা ফাঁকা থাকার উপর।
এমপি/এসজি