চট্টগ্রাম টেস্টে খেলবেন সাকিব
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। দলীয় একটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে যে স্ক্যান করানো হয়েছিল তার রিপোর্ট ভালো এসেছে। যে কারণে তার খেলা নিয়ে সমস্যা নেই। চট্টগ্রামে প্রথম টেস্টে তিনি টস করতে নামবেন।
মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো সাকিবের খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়ে বলেছিলেন, ‘সাকিবকে আমরা পর্যবেক্ষণ করছি। আমরা দেখতে চাই সে খেলার জন্য পুরোপুরি ফিট কি না। তাই তার ব্যাপারে সিদ্ধান্ত নেব বিকালে। তার আগে অনুশীলনে নেটে কিছু বল খেললে বোঝা যাবে সে কেমন অনুভব করছে।’
সাকিব ইনজুরিতে পড়েছিলেন মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। উমরান মালিকের একটি ডেলিভারিতে পাজর ও পিঠে ব্যথা পেয়েছিলেন তিনি। পরে স্ক্যান করানো হলে তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। যে কারণে খেলেন চট্টগ্রামে শেষ ওয়ানডে ম্যাচ। কিন্তু স্বাচ্ছন্দ্যবোধ না করায় মঙ্গলবার তাকে আবার স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। স্ক্যান করানো শেষে মাঠে ফিরে সাকিব কিছুক্ষণ অনুশীলন করেন।
এমপি/এসজি