বিশ্বকাপের সেমিফাইনাল দেখা নিয়ে ক্রিকেটারদের ডমিঙ্গোর সতর্কবার্তা
প্রতি চার বছর পর পর আসা বিশ্বকাপ ফুটবল যেন জাদুর বাঁশি। চুম্বকের মতো আকর্ষণ করে সবাইকে। যেখান থেকে ছাড় পাওয়া খুবই কঠিন। কিন্তু এবার সেই কঠিনকেই জয় করতে বললেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সাফ জানিয়ে দিলেন, রাত জেগে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখা চলবে না।
ডমিঙ্গোর এই সতর্কবার্তার কারণও আছে। রাত পোহালেই চট্টগ্রামে ভারতের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের প্রথম টেস্ট। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া টেস্ট খেলার জন্য প্রয়োজন রাতে পূর্ণ ঘুম। কিন্তু রাত জেগে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখা হলে খেলোয়াড়দের পক্ষে তাড়াতাড়ি বিছানায় যাওয়া সম্ভব হবে না। নির্ধারিত সময় খেলা শেষ হলে বাজবে তিনটা। অতিরিক্ত সময় এবং টাইব্রেকারে খেলা গড়ালে আরও এক ঘণ্টা বাড়বে। যার প্রভাব পড়বে পরের দিন মাঠে। তাই ডমিঙ্গোর এই সতর্কবার্তা।
অন্য সবার মতো বাংলাদেশ দলের ক্রিকেটাররাও বিশ্বকাপ ফুটবল থেকে নিজেদের দূরে রাখতে পারেননি। বরঞ্চ অন্য সবার চেয়ে তারা এক পা এগিয়ে। সাকিব আর তামিম তো বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে কাতারই চলে গিয়েছিলেন। তামিম ব্রাজিলের সাকিব আর্জেন্টিনার সাপোর্টার। ব্রাজিল বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে। তামিম টেস্ট দলে নেই ইনজুরির কারণে। কিন্তু সাকিব আছেন দলে। তিনি অধিনায়কও। আর্জেন্টিনাও আছে বিশ্বকাপে। আজ রাতে প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
সাকিবের পক্ষে কি সম্ভব হবে ডমিঙ্গোর এই সতর্কবার্তা পালন করা? কিংবা দলের অন্য ক্রিকেটারদের। আর্জেন্টিনার সাপোর্টার না হলেও সেমিফাইনাল খেলার মোহ ত্যাগ করা প্রকৃত পক্ষেই কঠিন হয়ে উঠবে যে কারও জন্যই। বিষয়টি বেশ ভালোভাবেই আন্দাজ করতে পেরেছেন কোচ।
তাইতো আজ (১৩ ডিসেম্বর) চট্টগ্রামে সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্রিকেটারদের অবশ্যই তাড়াতাড়ি বিছানায় যেতে হবে। রাত জেগে খেলা দেখে ৩টায় বিছানায় গিয়ে সকাল সাড়ে ৯টায় মাঠে এসে আপনি ক্রিকেট খেলতে পারেন না। এটা যদি কেউ করে থাকে তা হবে স্টুপিড। আমি হব হতাশ।
এমপি/এসজি