রোহিত শর্মাকে মিস করবেন রাহুল
ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেরও টেস্ট ম্যাচে সে রকমটি হওয়ার সম্ভাবনা শূন্যের ঘরে। এখন পর্যন্ত দুই দেশের খেলা ৯ টেস্টের সব কটিতেই ভারতের জয়। ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজেও সেখানে পরিবর্তন আসার সম্ভাবনা কম।
কিন্তু রোহিত শর্মার ইনুজরিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া লুকেশ রাহুল কিন্তু বাংলাদেশকে বেশ সমীহ করছেন।
সোমবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে কথা বলতে এসে জানান তাদের কাছে সব প্রতিপক্ষই সামান।
রাহুল বলেন, ‘প্রতিপক্ষ যে দলই হোক না কেন,আমরা সবসময় একইভাবে তাদের দেখে থাকি। এখানে সব দেশর সেরা সেরা ক্রিকেটাররাই খেলে থাকে। যে সকল বোলাররা আসবে সবাই হবে চ্যালেঞ্জিং। আমরা ওয়ানডে ম্যাচে তাদের অনেককেই খেলেছি। কাজেই আমরা জানি তারা কেমন বোলার।’
যে কারণে রাহুল চান নিজেদের কাজটা সেরে রাখতে। মনযোগি হতে। তিনি বলেন, ‘প্রতিবারই নতুন প্রতিপক্ষের বিপক্ষে নিতে হবে সেরা চ্যালেঞ্জ।’
ভারত বাংলাদেশের কাছে প্রথম দুই ওয়ানডে সিরিজ হেরেছিল নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতিতে। শেষ ম্যাচ আবার বিশাল ব্যবধানে জয়ী হয় লুকেশ রাহুলের নেতৃত্বে।
এবার তিনি প্রথম টেস্টেও দলকেও নেতৃত্ব দেবেন। আবার টেস্ট ক্রিকেটে ভারত ওয়ানডে ম্যাচের তুলনায় টেস্ট ক্রিকেটে অনেক এগিয়ে। তাই ভারতের পাল্লাই সব দিক দিয়ে ভারী।
তারপরও বাংলাদেশকে সমীহ করলেও ইংল্যান্ডের মতো আগ্রসী টেস্ট ক্রিকেটের খেলবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘ফাইনালে যেতে কী করতে হবে। পয়েন্ট টেবিলে আমাদের অবস্থান কোথায় আমরা জানি।
কাজেই ফাইনালে যেতে হলে আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। এটা টেস্ট ক্রিকেট-প্রতিটি সেশন, প্রতিটি দিন আমাদের চাহিদা অনুযায়ী বিবেচনা করে খেলতে হবে।’
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে মিস করবেন জানিয়ে লুকেশ রাহুল বলেন, ‘রোহিত শর্মা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি অভিজ্ঞ, দলের অধিনায়কও। তাক না পাওয়াটা দল খুবই মিস করবে।’ তিনি আশা প্রকাশ করেন ঢাকা টেস্টে রোহিত শর্মাকে দলে পাবেন।’
এমপি/এমএমএ/