টেস্টে ৫ দিনই খেলতে চায় বাংলাদেশ
তিন ফরম্যাটের ক্রিকেটের মাঝে ওয়ানডে ক্রিকেটে আছে সবচেয়ে ভালো অবস্থানে। প্রতিপক্ষকে ছেড়ে কথা বলে না। সর্বশেষ ভারতকে বুঝিয়েছে নিজেদের শক্তি। তিন ম্যাচের সিরিজ জিতে নেয় প্রথম দুইটিতে। শেষ ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো ভারতকে করা হতো হোয়াইটওয়াশ। কিন্তু সেখানে উল্টো হেরে যায় বাজেভাবে।
ওয়ানডে ক্রিকেটে এমন ভালো করার পরও কিন্তু টেস্টে আবার সেই ভারতের বিপক্ষে বাংলাদেশ খর্ব শক্তি। এখন পর্যন্ত খেলা ১১ টেস্টের একটিতেও জয় পায়নি। ড্র করেছে দুটিতে। ১৪ ডিসেম্বর বুধবার থেকে চট্টগ্রামে শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট।
সেখানে বাংলাদেশের লক্ষ যতটা সম্ভব ভালো খেলা। আজ ট্রফি উন্মোচনের পর দলের প্রতিনিধি হয়ে কথা বলতে এসে এমনটিই জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘পাঁচ দিন পর্যন্ত গেলেই আমাদের ভালো একটা কিছু করার সম্ভাবনা রয়েছে। ওটাই লক্ষ্য থাকবে আসলে পাঁচদিন ক্রিকেট খেলা।’ তিনি বলেন, ‘ম্যাচ তো এখনো শুরু হয়নি। অধিনায়ক চাইবে যে পরিকল্পনাটা আমাদের দিবেন সেটা বাস্তবায়ন করতে। ১০০ বা ১১০ ভাগ দিয়ে যদি সবাই চেষ্টা করি, তাহলে বেটার ক্রিকেট খেলা সম্ভব।’
ভারতের বিপক্ষে বাংলাশে ওয়ানডে সিরিজ জিতেলও তিন ফরম্যাটেই তারা কিন্তু শক্তিশালী। যে কারণে তিনি মনে করছেন ভারতের বিপক্ষে টেস্ট সহজ হবে না। তিনি বলেন, ‘ওরা (ভারত) বিশ্বের মধ্যে অন্যতম সেরা দল। ব্যাটিং উইকেটে তো আরও ভালো দল। দিনশেষে আমাদের দুর্বলতা বা পরিকল্পনা যেটাই থাকুক না কেন বোলারদের সেটা বাস্তবায়ন করাটাই গুরুত্বপূর্ণ। যদিও সহজ হবে না।’
এদিকে চট্টগ্রাম টেস্ট নিয়ে তাসকিন অনেক কিছু বললেও নিজের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। তার এই শঙ্কা ইনজুরি নিয়ে। ভারতের বিপক্ষে শেষ ওয়নডে খেললেও প্রথম দুইটি তিনি খেলতে পারেননি ইনজুরির কারণে। শেষ ম্যাচে ফিরে আসলেও তিনি ছন্দে ছিলেন না। পড়েছিলেন ইষান কিষান আর বিরাট কোহলির তোপে। উইকেট দুইটি পড়লেও ৯ ওভারে বোলিং করে রান দিয়েছিলেন ৮৯ রান।
তাসকিন বলেন, ‘মাত্রই চোট থেকে ফিরেছি, তারা আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড–সব কিছু বাড়ানো নিয়ে কাজ করছি। যদি এই ম্যাচের আগে লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি খেলব, তাহলে খেলব। যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজমেন্ট নাও খেলাতে পারে।’
শেষ পর্যন্ত যদি প্রথম টেস্ট না খেলা হয় সে ক্ষেত্রে তাসকিনের লক্ষ্য থাকবে ঢাকায় দ্বিতীয় টেস্ট। তিনি বলেন, ‘সেক্ষেত্রে (প্রথম টেস্ট না খেললে) দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে। এটা নিয়ে ম্যানেজমেন্ট দুশ্চিন্তা করছে। আমার সঙ্গে কথাও বলেছে। আমাকে ওয়ার্কলোড পরিকল্পনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছি।’
এমপি/এমএমএ/