নেইমারকে পেলের অভিনন্দন
ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে এই ম্যাচে এক গোল করে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা পেলেকে স্পর্শ করেছেন নেইমার। দুজনের গোলই এখন সমান ৭৭।
কিন্তু বিশ্বকাপ থেকে দলের বিদায়ে এমন রেকর্ড নেইমারকে বিন্দুমাত্র স্পর্শ করছে না। হারের বেদনায় ক্লান্ত তিনি। দল বিদায় নিলেও নেইমারকে অভিনন্দন জানাতে ভুলেননি পেলে। হাসপাতালে থাকা অবস্থায় নেইমারকে সাধুবাদ জানিয়েছেন ফুটবলের কালো মানিক।
ইনস্টাগ্রামে এক পোস্টে পেলে লিখেন, ‘আমি তোমাকে বেড়ে উঠতে দেখেছি, প্রতিদিন তোমার জন্য গলা ফাটিয়েছি এবং এবার ব্রাজিলের হয়ে আমার সমান গোল সংখ্যায় পৌঁছানোর জন্য আমি তোমাকে অভিনন্দন জানাতে পারি। আমরা দুজনই জানি যে, এটি কেবল একটি সংখ্যা নয়, আরও বেশি কিছু।’
তিনি আরও বলেন, ‘অ্যাথলেট হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো অনুপ্রাণিত করা। আমাদের আজকের সতীর্থদের, পরবর্তী প্রজন্মকে এবং সর্বোপরি যারা আমাদের খেলাটিকে ভালোবাসে তাদের অনুপ্রাণিত করা। দুর্ভাগ্যবশত এটি আমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন নয়।’
১৯৭১ সালে অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নিজের শেষ গোলটি করেছিলেন পেলে। ৫১ বছর পর তাকে স্পর্শ করলেন নেইমার। এ প্রসঙ্গে পেলে বলেন, ‘আমার রেকর্ডটা প্রায় ৫০ বছর আগে হয়েছিল এবং এখন পর্যন্ত কেউ এটির কাছাকাছিও যেতে পারেনি। তুমি পৌঁছেছো। এটিই বলে দেয় যে তোমার অর্জন কতটা দুর্দান্ত।’
এসজি