ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা
টানা দুই ম্যাচ জিতে ভারতের বিরুদ্ধে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের মিশন। ভারতের কাছে ম্যাচটি মান রক্ষার। কিন্তু সেই ম্যাচে খেলতে পারবেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পাওয়ার কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। টেস্টেও তাকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
অন্যদিকে দুই পেসার কুলদিপ সেন ও দিপক চাহারও খেলতে পারবেন না চট্টগ্রামে অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডেতে। বুধবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পান রোহিত। চাহার পড়েছেন হ্যামস্ট্রিং চোটে। আগের পিঠের সমস্যায় এই ম্যাচ খেলতে পারেননি কুলদিপ।
দ্বিতীয় ম্যাচে হারার পর সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘আমরা কিছু চোটের কারণে ভুগছি। যা আমাদের জন্য আদর্শ নয়। কুলদিপ, দিপক ও রোহিত শেষ ম্যাচ খেলতে পারবে না। কুলদিপ ও দিপক এই সিরিজ থেকে ছিটকে গেছে। রোহিতও পরের ম্যাচ খেলতে পারবে না।’
ম্যাচের দ্বিতীয় ওভারে সিরাজের বলে অফ সাইডে খেলার চেষ্টা করেন এনামুল হক বিজয়। বল তার ব্যাটের হাতলে লেগে চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রোহিতের কাছে। ক্যাচ নিতে পারেননি, উল্টো চোট পান বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে। দ্রুত মাঠ ত্যাগের পর হাসপাতালে যান রোহিত।
প্রথমে জানা গিয়েছিল ব্যাটিংয়ে নামা হবে না তার। তবে ইনিংসের ৪৩তম ওভারে সপ্তম উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামেন রোহিত। ৩ চার ও ৫ ছয়ে ২৮ বলে ৫১ রান করে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন তিনি।
এসজি