ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে সাকিব
প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে ১ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। দারুণ এই সাফল্যে আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে শীর্ষ দশে উঠে এসেছেন তারকা এই অলরাউন্ডার।
৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন সাকিব। ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে দশে রয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ৮ নম্বরের জায়গাটিও বাংলাদেশের। ৬৪৮ রেটিং পয়েন্ট নিয়ে সেখানে আছেন মেহেদী হাসান মিরাজ।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট (৭৫২ রেটিং পয়েন্ট)। এরপর যথাক্রমে ৭ নম্বর পর্যন্ত আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নিউজল্যিান্ডের ম্যাট হেনরি, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।
এসজি