টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০১৫ সাল কী ফিরে আসবে? কী হয়েছিল ২০১৫ সালে? একটু চোখ ফিরিয়ে নেওয়া যাক। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো খেলেছিল কোয়ার্টার ফাইনালে। তারপর পক্ষপাতিত্বমূলক আম্পায়ারিংয়ের শিকার হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচে। বিশ্বকাপের পর ভারত এসেছিল বাংলাদেশে। যে ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় পেত মাঝে মাঝে, সেখানে বাংলাদেশ সিরিজ শুরু করেছিল প্রথম ম্যাচ জিতে। কিন্তু এখানেই শেষ ছিল না। দ্বিতীয় ম্যাচও বাংলাদেশ নিজেদের করে নিয়েছিল। ফলাফল ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
এবার ২০২২ সাল। কাকতলীয়ভাবে বাংলাদেশ খেলে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ভারতের একটি মহা বিতর্কিত এবং পক্ষপাতিতমূলক আম্পায়ারিংয়ের শিকার। এবারও ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এসেছে বাংলাদেশে। যথারীতি হেরেছে প্রথম ম্যাচ। আজ কি তাহলে জিতবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ? তাহলে তো ২০১৫ সালের মতো সিরিজও হয়ে যাবে বাংলাদেশের।
লক্ষ্য পূরণে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ম্যাচে তিনি টস জিতে বোলিং বেছে নিয়েছিলেন আগে। ম্যাচ জিতেছিলেন টানটান উত্তেজনার পর এক উইকেটে।
আজকের ম্যাচে বাংলাদেশ উইনিং কম্বিনেশনে একটি পরিবর্তন এনেছে। পেসার হাসান মাহমুদকে বাদ দিয়ে স্পিন শক্তি বাড়াতে নাসুম আহমেদকে নেওয়া হয়েছে সেরা একাদশে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, ওমরান মালিক।
এমপি/আরএ/