সিরিজ জয়ের বাধা দূর করতে চান ডমিঙ্গো
বিশ্বকাপ ফুটবল শুরু হলে অন্য সব খেলা গুরুত্বহীন হয়ে পড়ে। ফুটবলের মায়াজাল ছিন্ন করে সবার দৃষ্টি ফিরিয়ে আনা খুবই কঠিন হয়ে উঠে। তারপরও যে সম্ভব হয় না তা কিন্তু নয়। ভারতের মতো দলের বিপক্ষে খেলা হওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীরা প্রথম ওয়ানডে ম্যাচে বেশ ভালোই উপস্থিত হয়েছিলেন। তাদের অকুণ্ঠ সমর্থন নিয়ে বাংলাদেশ নিশ্চিত হারা ম্যাচ জিতে নেয় ১ উইকেটে। যে কারণে বিশ্বকাপ ফুটবলে মোহবিষ্ট হয়ে থাকার পরও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ঘিরে মানুষের আগ্রহ আরও বেড়ে গেছে।
বুধবার (৭ ডিসেম্বর) মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাংলাদেশকে নিয়ে গেছে সিরিজ জয়ের দুয়ারে। জিতলেই ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়। এমন সুযোগ কেই-বা হাতছাড়া করতে চায়। তাইতো সশরীরে মাঠে উপস্থিত হতে কাকডাকা ভোরে দর্শকরা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন। যাদের অনেকেই আবার রাত জেগে ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখে না ঘুমিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন। মানুষের চাওয়া-পাওয়াকে এক বিন্দুতে মেলাতে চান কোচ রাসেল ডমিঙ্গো।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের দল এই ফরম্যাটে আত্মবিশ্বাসী। কিন্তু এটা সহজ হবে না। ভারত একটি ভালো দল। তারা শক্তিশালী হয়ে ফিরে আসবে। প্রথম ম্যাচের চেয়ে আমাদের অনেক ভালো খেলতে হবে। আমরা যদি আমাদের স্নায়ু ধরে রাখি, তবে আমরা বাধা অতিক্রম করতে পারব।’
প্রথম ম্যাচ জিতলেও সেই ম্যাচ থেকে জেতার অনেক কিছু আছে জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘প্রথম ম্যাচ জেতার পর ছেলেরা খুবই আনন্দিত ছিল। তাই এটা আমাদের জন্য একটি দুর্দান্ত জয় ছিল। কিন্তু সেটি গত হয়ে গেছে। শেষ ম্যাচ থেকে আমাদের ইতিবাচক শিক্ষা নিতে হবে। আগামীকাল আমাদের প্রতিটি বিভাগে উন্নতি করার চেষ্টা করতে হবে। কারণ আমরা জানি এটি একটি কঠিন খেলা হবে।’
প্রথম ম্যাচে ভারতকে ১৮৬ রানে আটকে রেখে বাংলাদেশ সহজ জয়ের পথেই ছিল। একপর্যায়ে দলের রান ছিল ৪ উইকেটে ১২৮। সেখান থেকে মাত্র ৮ রানে ৫ উইকেট হারিয়ে নিজেরাই হারের কিনারায় চলে যায়। পরে মিরাজের ব্যাটে ভর করে ম্যাচ জিতে ১ উইকেটে। ডমিঙ্গো বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর এ রকম বেশ কিছু ক্লোজ ম্যাচে জয়-পরাজয়ের সাক্ষী হয়ে আছেন।
সেটার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের এমন বেশ কিছু ম্যাচের সঙ্গে জড়িত ছিলাম। আমাদের যেমন জয় আছে, তেমনি হারও আছে। কিন্তু এটা এত টাইট করা উচিত ছিল না। আমাদের যখন ৫৫ রান দরকার ছিল তখন ৪ উইকেট পড়ে। আমরা বেশ ভালো অবস্থানে ছিলাম। এখন পর্যন্ত নিখুঁত পারফরম্যান্স নয়। এখনো অনেক কাজ বাকি আছে।’
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড খুব ভালো উল্লেখ করে ডমিঙ্গো বলেন, ‘এই ফরম্যাটে আত্মবিশ্বাস আছে। বাংলাদেশে আমাদের রেকর্ড খুব ভালো। বিশ্বের বড় দলগুলোর মধ্যে একটি ভারত। তাদের বিরুদ্ধে খেলা অন্যরকম অনুভূতি কাজ করে। আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে নিজেদের পরীক্ষা করছি। ভারত শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও ধারণা করছি। আমাদের প্রথম ম্যাচের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে, বিশেষ করে ব্যাট হাতে।’
এমপি/এসজি