বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ: ধাওয়ান
২২ গজে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি গ্যালারি ভর্তি দর্শকদের প্রাণ উজাড় করে দেওয়া ও তাদের হৃদয় নিংড়ানো সমর্থন। এই একটি জায়গায় ভারত আবার পিছিয়ে। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, ভারতীয় দর্শকদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। শুধু বাংলাদেশে খেলা হলে তাদের দর্শকদের খোঁজে নিতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়।
বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা নতুন কিছু নয়। শুধু ক্রিকেট কেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতামাতি ফিফারও নজর কেড়েছে। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা মেসির দেশেও পৌঁছে গেছে। তাইতো ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর তা স্থান করে নিয়েছে দেশটির সংবাদ মাধ্যমে।
বাংলাদেশের মানুষের ক্রীড়া প্রেম তা অতুলনীয়। ক্রিকেটের প্রতি তা বেজায় বেশি। ভারতের বিপক্ষে খেলা হলে তো কথাই নেই। ভেতরের শক্তি বেড়ে যায় কয়েকগুণ। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে তার বহিঃপ্রকাশ দেখা গেছে আরেকবার। ভারতের ওপেনার শেখর ধাওয়ান বাংলাদেশের মানুষের এমন সমর্থনকে উল্লেখ করেছেন ‘আবেগি’ হিসেবে। ভাসিয়েছেন প্রশংসায়।
দ্বিতীয় একদিনের ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ খুব বেশি আবেগপ্রবণ। খেলাটাকে তারা খুব উপভোগ করে। তাদের মাঝে বেশ উচ্ছ্বাস দেখা যায়। যেকোনো দলের বিপক্ষে খেলা হলে তা টের পাওয়া যায়।’
তিনি বলেন, ‘এটা খুব মজার। এরকম সমর্থনের মধ্যে খেললে একটা দলের সেরাটা বের হয়ে আসে। বাংলাদেশের মানুষ যেভাবে তাদের দলকে সমর্থন করে, দেখতে তা খুবই ভালো লাগে। এটা দেখতে পারাটাও সৌভাগ্যের।’ এরকম সমর্থন আবার দলকে চাপে রাখে বলেও জানান ধাওয়ান।
প্রথম ম্যাচে মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ১ উইকেটে হেরে সিরিজ হারের মুখে ভারত। বুধবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডে ম্যাচ তাদের জন্য সিরিজ বাঁচানোর। এই ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ধাওয়ান। তিনি বলেন, ‘এটি নতুন আরেকটি ম্যাচ। সিরিজে ফিরতে আমরা এ ম্যাচটির দিকে তাকিয়ে আছি। আমরা ভালো খেলার জন্য মুখিয়ে আছি।’
এমপি/এসজি