কোরিয়াকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল
শেষ আটে উঠে গেছে আর্জেন্টিনা। এবার ব্রাজিলের পালা। ‘হেক্সা’ মিশনে আরেক ধাপ এগিয়ে যেতে সোমবার (৫ ডিসেম্বর) তাদের লড়তে হবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। শক্তি-সামর্থ্যের বিবেচনায় শেষ ষোলোর ম্যাচটিতে ‘নিরঙ্কুশ’ ফেবারিট সেলেসাওরা। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল।
দোহায় ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তাদের কোয়ার্টার ফাইনাল উঠার লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচের প্রাক্কালে থিয়াগো সিলভা জানালেন, তারা একটি কঠিন ম্যাচের প্রত্যাশা করছেন এবং প্রস্তুত আছেন লড়াইয়ের জন্য।
সবশেষ জুনে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। ওই প্রীতি ম্যাচটিতে প্রতিপক্ষকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল সিলভা ও তার সতীর্থরা। তবে সেই লড়াই আর বিশ্বকাপ ম্যাচকে এক সুতোয় বাঁধছেন না ব্রাজিলিয়ান অধিনায়ক।
সিলভা বলেন, ‘এটা খুবই কঠিন ম্যাচ। আমরা কোরিয়ান দলের দক্ষতা সম্পর্কে সচেতন। আমি মনে করি কোরিয়ার বিপক্ষে খেলার জন্য আমাদের ভালো ফিটনেস আছে। আমাদের এই ম্যাচটিকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত নয়, এটা প্রীতি ম্যাচের মতো সহজ হবে না।’
ব্রাজিলিয়ান অধিনায়ক যোগ করেন, ‘কোরিয়া খুব কঠিন একটি গ্রুপে ছিল। তারা শেষ ষোলোতে উঠতে সক্ষম হয়েছে। তারা আমাদের সম্মানের যোগ্য। দলটি বল পাস করতে পছন্দ করে। আমাদের তাদের আক্রমণভাগের ধার কমাতে হবে যাতে আমরা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারি।’
ব্রাজিল নকআউটে উঠেছে গ্রুপসেরা হয়ে। তবে গ্রুপপর্বে তারা তাদের সবশেষ ম্যাচ হেরেছে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে। নকআউটে সেই ম্যাচের প্রভাব থাকবে না বলেই জানালেন সিলভা, ‘আমাদের শেষ ম্যাচের সঙ্গে শেষ ষোলোর কোনো সম্পর্ক নেই। জানি ম্যাচটা কঠিন হতে চলেছে, তবে আমরাও প্রস্তুত।’
এসজি