শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মিরাজের ব্যাটে বাংলাদেশের অবিশ্বাস্য জয়

অবিশ্বাস্য এক জয় এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। ১৮৬ রান তাড়া করতে নেমে ১৩৬ রানে নেই বাংলাদেশের ৯ উইকেট। পরাজয় অবধারিত। কিন্তু হার মানতে রাজি ছিলেন না মিরাজ। শেষ উইকেট জুটিতে মোস্তাফিজকে সঙ্গে নিয়ে একাই লড়াই করে বাংলাদেশকে ১ উইকেটে জয় এনে দেন।

মিরাজ-মোস্তাফিজ যখন জুটি বাঁধেন, তখন বাংলাদেশের জয়ের জন‌্য প্রয়োজন ৫১ রানের। মোস্তাফিজকে যতটা সম্ভব স্ট্রাইক কম দিয়ে নিজেই লড়াই শুরু করেন এবং শেষ পর্যন্ত সফলও হন। জয় সূচক রান আসে মিরাজের ব‌্যাট থেকেই। দুইজন জুটি বাঁধার সময় মিরাজের রান ছিল ১। জুটিতে যে ৫১ রান আসে সেখানে মিরাজের রান ছিল ৩৭, মোস্তাফিজের ১০। শেষ পর্যন্ত মিরাজ ৩৮ ও মোস্তাফিজ ১০ রানে অপরাজিত থাকেন।

বিশ্বকাপ ফুটবলের জোয়ারে সবাই ভাসছেন। মুখে মুখে আর্জেন্টিনা-ব্রাজিল আর মেসি, রোনালদো, নেইমারের নাম। ক্রিকেট নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? তারপরও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ দেখতে স্টেডিয়ামে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক সমাবেত হয়েছিলেন। ক্রিকেটের প্রতি তাদের সেই ভালোবাসার সম্মান দিতে জ্বলে উঠেছিলেন বোলাররা। ৮ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে সাকিবের পাঁচ উইকেট আর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এবাদতের ৪ উইকেটে ভারতকে ১৮৬ রানে বোতলবন্দী করেছিল বাংলাদেশ। মামুলি সেই রানও বাংলাদেশ সংগ্রহ করতে গিয়ে হোঁচট খেয়েছিল।

একপর্যায়ে রান ছিল ৪ উইকেটে ১২৮। সেখানে ৯ উইকেটে রান দাঁড়ায় ১৩৬। মাত্র আট রানে নেই ৫ উইকেট। ভাগ‌্য ভালো মেহেদি হাসান মিরাজ আশার প্রদীপ জ্বালিয়ে হাজির হন। ৬.৩ ওভার উইকেটে টিকে থেকে ভারতীয় বোলারদের গোলা-বারুদ মোকাবিলা করে দলকে জয়ের বন্দরে নোঙর করান ৪ ওভার হাতে রেখেই। মিরাজের অবিশ্বাস‌্য ব‌্যাটিংয়ে আড়ালে পড়ে যায় সাকিবের আট মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরেই ৩৬ রানে ৫ উইকেট নেওয়ার কীর্তি। ম‌্যাচ সেরার পুরস্কারও উঠে মিরাজের হাতে।

বাংলাদেশের এই জয় থেমে যেতে পারত দলীয় ১৫৫ রানে। যখন মিরাজের রান ছিল ১৫। মোহাম্মদ সিরাজের বল ছক্কা হাঁকাতে গিয়ে ক‌্যাচ তুলে দেন আকাশে। বল এতটাই উপরে উঠে ছিল যে উইকেটকিপার লুকেশ রাহুল দৌড়ে গিয়ে ফাইন লেগে বলের নাগালে চলে যান। গ্লাভস পরা হাতে নিশ্চিত আউট হন মিরাজ। কিন্তু মিরাজের অবিশ্বাস‌্য ব‌্যাটিংয়ের মতোই লুকেলের হাত ফসকে বল বের হয়ে যায়। জীবন পেয়ে মিরাজ দুই রান নেন। এরপর আর পেছনে ফিরে তাকাননি। দীপক চাহারের পরের ওভারে তিন বাউন্ডারিতে ১৫ রান তুলে নেন।

মিরাজের এমন ব‌্যাটিং বাংলার আকাশ থেকে হারের কালো মেঘ কেটে জয়ের সূর্য উঁকি দিতে থাকলেও সেখানে ভরসা ছিল না। কারণ শেষ জুটি থাকায় ভারতের প্রয়োজন ছিল শুধুই একটি উইকেট। বিষয়টি মিরাজ বুঝতে পেরে নিজেই স্ট্রাইক ধরে মোস্তাফিজকে যতটা সম্ভব নিরাপদে রাখার চেষ্টা করে সফল হন। অনেক সিঙ্গেল রান তিনি নেননি। আবার ওভারের শেষ বলে এক রান ঠিকই বের করে নিয়ে স্ট্রাইক ধরে রেখেছেন। আর এভাবেই এগিয়ে যান জয়ের বন্দরে। ভারতীয় দল ক‌্যাচ মিস করা ছাড়াও ওভার থ্রো মিস ফিল্ডিং করেও বাংলাদেশের জয়কে তরান্বিত করে তুলে।

পাঁচ ম‌্যাচ পর বাংলাদেশ পেল ভারতের বিপক্ষে জয়। সময়ের হিসেবে সাত বছর ছয় মাস। সর্বশেষ জয় পেয়েছিল ২০১৫ সালের ২১ জুন এই মিরপুরেই ৬ উইকেটে। সে বার তিন ম‌্যাচের সিরিজে এই জয় বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেছিল। প্রথম ম‌্যাচে জিতেছিল ৭৯ রানে। পরে শেষ ম‌্যাচ হেরেছিল ৭৭ রানে। এবারও একইভাবে যাত্রা শুরু করেছে। ২০১৫ সালের পুনরাবৃত্তি ঘটাতে পারে কি না তা জানা যাবে ৭ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম‌্যাচে। আজকের মতো এই ম‌্যাচও অনুষ্ঠিত হবে মিরপুরে।

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ-ভারত দ্বৈরথ এখন সর্বজন বিদিত। এই দ্বৈরথে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করেন আম্পায়াররা ভারতের পক্ষে বিতকির্ত সব সিদ্ধান্ত দিয়ে। গত ২ নভেম্বর অ‌্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পক্ষে আম্পায়ারদের নগ্ন পক্ষপাতিত্ব আম্পায়ারিং এখনো সবার কাছে টাটকা জীবন্ত। বাংলাদেশের জেতা ম‌্যাচ হাতছাড়া হয়েছিল। খেলা শেষে এর রেশ ছিল আসর শেষ না হওয়া পর্যন্ত। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ভারতের মতো অপ্রতিরোধ‌্য না হলেও যেকোনো দলের কাছে সমীহ জাগানো। যে কারণে ম‌্যাচের আগের দিন ভারতের অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশকে হারানোর বিষয়ে জোর দিয়ে কিছু বলেননি। বাংলাদেশকে নিয়ে যথেষ্ট সমীহ জাগানো কথা ছিল তার কণ্ঠে। মাঠে বাংলাদেশের ক্রিকেটাররা যেন রোহিত শর্মার সমীহ করা কথাকেই ফিরিয়ে দেয় নৈপুণ্যের দ্যুতিতে। সঙ্গে যথারীতি টইটুম্বুর উত্তেজনার মসলা।

পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের কবলে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিল। এবার ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সেই সুযোগ আর হাতছাড়া করেনি। ব‌্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে জ্বলে উঠে ভারতকে হারিয়েছে ১ উইকেটে। ৮ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে সাকিব বল হাতে রুদ্রমূর্তি ধারণ করে ৩৬ রানে ৫ উইকেট তুলে নিলে, সঙ্গে ক‌্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে পেসার এবাদত হোসেন ৪৭ রানে ৪ উইকেট নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ভারত ৪২.২ ওভারে মাত্র ১৮৬ রানে অলআউট হয়ে যায়। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশের ব‌্যাটসম‌্যানরা তাড়াহুড়া না করে সাবধানে পথ চলা শুরু করলেও মাঝে পথ হারিয়ে অকুল ধরিয়ায় ভাসছিল।

নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের ইনজুরিতে দেশের ১৫তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে নামা দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসের ৪৩ রানের সঙ্গে সাকিবের ২৯, মুশফিকুর রহিমের ১৮, মাহমুদউল্লাহ ১৪ রান করলে বাংলাদেশ সহজ জয়ের দিকেই এগুচ্ছিল। কিন্তু দলীয় ১২৮ রানেই প্রথমে মাহমুদউল্লাহ, পরে মুশফিক আউট হলে প্রথম বিপদে পড়ে বাংলাদেশ। এরপর দ্রুত হারায় আরও ৩ উইকেট। একপর্যায়ে দলের রান ৪ উইকেটে ১২৮ থেকে পরিণত হয় ৯ উইকেটে ১৩৬। ৪.৪ ওভারে মাত্র ৮ রানে নেই ৫ উইকেট। হারের প্রহর গুণতে থাকা বাংলাদেশ শিবিরে এরপর প্রেক্ষাপটে হাজির হন মিরাজ আর মোস্তাফিজ। রূপকথাকে হার মানানো ব‌্যাটিং শৈলী উপহার দিয়ে ভারত ‘বধ’ করেন। ভারতের মোহাম্মদ সিরাজ ৩২ রানে তিনটি এবং ওয়াশিংটন সুন্দর ১৭ ও কুলদ্বীপ সেন ৩৭ রানে নেন দুটি করে উইকেট।

এর আগে বাংলাদেশের জয়ের মঞ্চ তৈরি করে দেন আসলে সাকিব আল হাসানই। আট মাস পর ওয়ানডে ক্রিকেটে খেলতে নেমেই তিনি বল হাতে অপ্রতিরোধ‌্য হয়ে উঠলে ভারতীয় ব‌্যাটসম‌্যানদের জন‌্য রান করা কঠিন হয়ে পড়ে। একমাত্র লুকেশ রাহুল করেন সর্বোচ্চ ৭৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল রোহিত শর্মার ২৭। সাকিব ৩৬ রানে নেন ৫ উইকেট। এটি ভারতের বিপক্ষে প্রথম আর ক‌্যারিয়ারে চতুর্থ। এবাদত ৪ উইকেট নিতে খরচ করেন ৪৭ রান।

এমপি/এসজি

Header Ad

যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি

নিশাত রাসুল। ছবি: সংগৃহীত

জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির পরিচালক (যুগ্মসচিব) কাজী নিশাত রাসুলকে ওএসডি করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন উপসচিব মো. তৌহিদ বিন হাসান।

এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Header Ad

সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সমন্বয়কদের ওপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, তাদের বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকের স্বার্থে লাগবে। তাদের নিরাপত্তা বিষয়টি কেবিনেটে আলোচনা হয়েছে। তাদের যে নিরাপত্তার প্রয়োজন, এটা আলোচিত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, সারা দেশের কোর্টের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। সবাইকে সংযত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। হয়ত আপনার দাবি যৌক্তিক, কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি, ধ্বংসাত্মক হয়ে যায় সেই ক্ষেত্রে ন্যায্য দাবিও পূরণ করতে পারবেন না। আজকে প্রধান বিচারপতিও উদ্বেগ জানিয়েছেন। আমরা সবাইকে বলবো, এই জাতীয় ধ্বংসাত্মক ও অবমাননামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগ দায়ের করার প্ল্যাটফর্মে আছে। কিন্তু ধংসাত্মক প্রক্রিয়া বেচে নিলে কারও কোনো লাভ হবে না।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Header Ad

এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

ফাইল ছবি

নৌ-পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের ফলপ্রসূ আলোচনার পর বেনাপোল থেকে দূরপাল্লার সকল বাস ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।

পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নেওয়ায় বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

মিজান বলেন,নৌ পরিবহন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বিকেলে পরিবহন মালিক সমিতির সাথে এবং নৌ-পরিবহন উপদেষ্টা ও বন্দর চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৫ জন পরিবহন মালিক বেনাপোলস্থ চারজন পরিবহন স্টাফ এবং নৌ উপদেষ্টা ও বন্দরের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত হয় এখন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বাস বেনাপোল চেকপোস্টের বন্দর টার্মিনালে যাত্রী নামিয়ে সেখানেই অবস্থান করতে পারবে। বন্দর টার্মিনাল থেকে যাত্রী উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবে। এ সময় রাস্তায় কোনোভাবে কোনো বাস দাঁড়াতে পারবেনা। তবে আন্ত জেলার বাসগুলো বেনাপোল পৌর বাস টার্মিনালেই থাকতে হবে ।সেখানেই যাত্রী নামাবে এবং সেখান থেকেই যাত্রী উঠিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে। আন্তজনের কোনো বাসকে বেনাপোল চেকপোষ্টে প্রবেশ করতে দেয়া হবে না। তিনি আরো বলেন আমাদের প্রস্তাবিত দাবি মেনে নেয়ায় বেনাপোল থেকে সকল পরিবহন বাস চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার জানান, স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে ঢাকা থেকে যেসব পরিবহন গুলো বেনাপোল আসে সেসব পরিবহন চেকপোস্ট টার্মিনাল থেকে যাত্রী উঠাতে পারবে এবং যাত্রী নামাতে পারবে ।তবে রাস্তায় কোনো বাস দাঁড়াতে দেয়া হবেনা।

Header Ad

সর্বশেষ সংবাদ

যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা
এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস
দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান
রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন
২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক
বিচারককে ডিম ছুড়ে মারা আইনজীবীদের সনদ বাতিল হবে: খোকন
নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭
রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসকন নিষিদ্ধের বিষয়টি দেখছে
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক
চিন্ময় কৃষ্ণ দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রাজধানীতে হাসনাতকে আবারও ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা