অনুশীলনে সবার আগে সাকিব
ছবি : সংগৃহীত
টেস্ট ক্রিকেটের প্রতি সাকিবের অনীহা সবারই জানা। দেশে কিংবা দেশের বাইরে অনেক কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিবকে স্কোয়াডে রেখে দল ঘোষণা করা হলেও পুরোপুরি ফিট না হওয়াতে দলের সঙ্গে চট্টগ্রাম যাননি তিনি।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইনজুরির কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তিনি। সেই সময়টা পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে আমেরিকাতে চলে গিয়েছিলেন তিনি। তবে প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই দেশে ফিরেছিলেন তিনি। প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে।
আগামী ৪ ডিসেম্বরে থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। খেলার জন্য পুরোপুরি ফিট হওয়াতে সাকিব রেখেই দল ঘোষণা করেন নির্বাচকরা। সাকিবও খেলার জন্য প্রস্তুত। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসার পর আজই প্রথম অনুশীলন করেন জাতীয় দলের ক্রিকেটাররা। যেখানে ছিলেন সাকিবও। কিন্তু এখানেও ছিল ব্যতিক্রম।
বাংলাদেশ দলের অনুশীলন ছিল দেড়টায়। সাকিব অনুশীলন শুরু করেন প্রায় আড়াই ঘন্টা আগে ১১টায়। অনুশীলনের পুরোটাই জুড়ে ছিল ব্যাটিং।
গভীর মনযোগের সঙ্গে ব্যাটিং অনুশীলন শুরু করার আগে তাঁকে করোনা নেগেটিভ সনদপত্র নিতে হয়। এটি অবশ্য যোগ দেওয়ার আগে নিতে হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের। তার আগে ব্যাটিং অনুশীলনের জন্য তিনি নিজের মাস্কো একাডেমি থেকে বোলার নিয়ে আসেন। বোলিং প্রান্তে ছিলেন পেস বোলার থেকে শুরু করে বাঁহাতি স্পিনার, অফ স্পিনার, লেগ স্পিনার। এখানে অনুশীলন শেষে তিনি জাতীয় দলের সাথে যোগ দেন।
টেস্ট ক্রিকেটের প্রতি সাকিবের এ রকম আগ্রহ নিয়ে অনুশীলন বাংলাদেশ দলের জন্য সুবাতাস নিয়ে আসতে পারে। চট্টগ্রাম টেস্ট সাকিবকে ছাড়া চারজন বোলার নিয়েও বাংলাদেশ দল তুমুল লড়াই করে পাঁচ দিনে নিয়ে গিয়েছিল।
এমপি/এসআইএইচ/