ভারতের বিপক্ষে সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং
৮ মাস পর একদিনের ম্যাচ খেলতে নেমেই ভারতের বিপক্ষে ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। রবিবার (৪ ডিসেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম ওয়ানডে ম্যাচে তিনি ১০ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৫ উইকেট। এটি তার ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং।
২০১৯ বিশ্বকাপে সাউদাম্পটনে তিনি ১০ ওভার বোলিং করে ২৯ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ৫ উইকেট নেওয়া ছিল সাকিবের ক্যারিয়ারের চতুর্থ। অপর দুটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৫ সালে হারারেতে তিনি প্রথম নিয়েছিলেন ৫ উইকেট। ১০ ওভার বোলিং করে রান দিয়েছিলেন ৪৭। এরপর ২০২১ সালে আবার হারারেতেই ৯.৫ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট নেওয়ার দিক দিয়ে সাকিবের উপরে আছেন শুধুই মোস্তাফিজুর রহমান। তিনি নিয়েছেন পাঁচবার।
ভারতের বিপক্ষে সাকিব ক্যারিয়ারের সেরা বোলিং করলেও যখন তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন, সেটিও ছিল তার ক্যারিয়ারের সেরা। দীপক চাহারকে যখন আউট করেন তখন তিনি রান দিয়েছিলেন ২৩। ওভার করেছিলেন ৭টি। পরে তিন ওভার বোলিং করে আর কোনো উইকেট পাননি।
সাকিব সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এ বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে। তিন ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন ৩টি। এরপর তিনি উইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেননি। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটিতে ছিলেন। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতলেও জিম্বাবুয়ের কাছে সিরিজ গচ্ছা দিয়েছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ দলের এটিই ছিল প্রথম আর্ন্তজাতিক ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জাতীয় দলের বাকি খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট খেলেছেন। কিন্তু সাকিব ছিলেন ছুটিতে। তিনি সরাসরি ভারতের বিপক্ষে খেলতে নামেন কয়েকদিন অনুশীলন করে।
আজ সাকিব শুরু থেকেই ছিলেন অপ্রতিরোধ্য। প্রথম ওভারেই আঘাত হানেন ভারতের দুই সেরা ব্যাটসম্যান অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আউট করে। ১০ ওভার বোলিং করেন তিন স্পেলে। প্রথম স্পেলে তিন ওভারে ১৫ রান দিয়ে নেন দুই উইকেট। দ্বিতীয় স্পেলে দুই ওভারে রান দেন ৬। এই স্পেলে কোনো উইকেট পাননি। এরপর তৃতীয় স্পেল করতে এসেই ফিরিয়ে দেন সেট হতে থাকা ওয়াশিংটন সুন্দররমকে। পরের ওভারে জোড়া আঘাত হানেন শার্দূল ঠাকুর ও দীপক চাহারকে আউট করে। তৃতীয় স্পেলে করেন ৫ ওভার। এই স্পেলে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। তার পঞ্চম শিকার ছিলেন দীপক চাহার। ওয়ানডে ক্রিকেটে তার মোট উইকেট সংখ্যা ২৯০টি।
এমপি/এসজি