বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

লিটন ভাবনার রাজ্যে শুধুই ‘জয়’

রঙিন ক্রিকেটের দুনিয়া বাংলাদেশ-ভারত দ্বৈরথ ইদানিং মাঠ থেকে মাঠের বাইরেও উত্তেজনা ছড়ায়। এইতো মাত্র কিছু দিন আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচও এর থেকে বাদ যায়নি। ভেজা মাঠে বাংলাদেশকে খেলতে বাধ্য করা নিয়ে বিশ্বকাপে বেশ কিছু দিন আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল।

দুই দেশের এ রকম উত্তেজনার রসদ শুরু হয় ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে। সেবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ একইভাবে বিদর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়েং হেরেছিল। আগামীকাল রবিবার শুরু হচ্ছে দুই দেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের ডামঢোলে সেই উত্তেজনায় দাঁড়ি পড়লেও তামিম ইকবালের ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাস রোমাঞ্চিত।

তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক রোমাঞ্চিত। ভারত ভালো দল। তাদের খ্যাতি এবং ফর্ম সবই আছে। আমরা ইদানীং তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। তারা আর আমাদের আন্ডারডগ ভাববে না। এটাই বড় ব্যাপার ।’

দুই দল এখন পর্যন্ত ৩৬বার মুখোমুখি হয়েছে। যেখানে ভারতের জয়ের পাল্লা বেশ ভারী। তারা জিতেছে ৩০ বার। বাংলাদেশের জয় ৫ বার। অপর ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। সর্বশেষে ৫ বারের মোকাবেলাতে বাংলাদেশের নেই কোনো জয়। যদিও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বেশ শক্তিশালী। কিন্তু সর্বশেষ জিম্বাবুয়ে সফরে তাদের সেই শক্তিতে আঘাত হেনেছে জিম্বাবুয়ে। আবার ভারত যেখানে এসেছে পূর্ণ শক্তির দল নিয়ে, সেখানে বাংলাদেশ দলে নেই নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ও দুরন্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ। এই দুই জনকে হারিয়ে বাংলাদেশের শক্তি হারিয়েছে অনেক। লিটন দাস তাদেরকে মিস করলেও ঘরের মাঠে সুবিধা আর দর্শকদের সমর্থন নিয়ে ভারতকে মোকাবেলা করার জন্য প্রস্তুত।

তিনি বলেন, ‘ভারত সবসময় ভালো দল। এটাও মানতে হবে, ঘরের মাঠে আমরাও অনেক ভালো দল। এই ফরম্যাট এমন। ঘরে খেললে অনেক ভালো খেলি। অবশ্যই দুই মূল খেলোয়াড়কে মিস করব। তবে যারা আছে ওরাও ভালো করার সামর্থ্য রাখে। দর্শক সবসময় আমাদের পক্ষে থাকে।’ মিরপুরের উইকেট সম্বন্ধে ভারতের ধারণা না থাকাটাকে তিনি দেখছেন নিজেদের জন্য প্লাস পয়েন্ট হিসেবে।

তিনি বলেন, ‘জানি না মিরপুরের উইকেট কেমন আচরণ করবে। তবে তারা এই উইকেট সম্পর্কে খুব একটা জানে না। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’

২০১৫ সালে ভারতকে প্রথমবারের মতো সিরিজ হারানোর মূল নায়ক ছিলেন মোস্তফিজ। তিনি একাই গুড়িয়ে দিয়েছিলেন ভারতের বিশ্ব সেরা ব্যাটিং লাইনকে। অভিষেকেই নিয়েছিলেন ৫ উইকেট। পরের ম্যাচে ৬ উইকেট। শেষ ম্যাচে ২ উইকেট। সেই মোস্তাফিজের ধার এখন আর আগের মতো নেই। এ নিয়ে লিটন বলেন, ‘ওটা ছিল ২০১৫, এটা ২০২২। অনেকদূর পার হয়ে গেছে। প্রত্যেকেরই কিছু না কিছু লক্ষ্য থাকে। শুধু মুস্তাফিজ না, দলের সব বোলারই এখন ওয়েল সেটেল্ড।’

বিরাট কোহলি ফিরেছেন ফর্মে। যা বাংলাদেশের বোলারদের জন্য ভাবনার কারণ। কিন্তু লিটন দাস মনে করেন শুধু কোহলিই নন, ভারতের পুরো ব্যাটিং লাইনই শক্তিশালী।

তিনি বলেন, ‘তাদের ব্যাটিং লাইনআপ খুবই ভালো। শুধু কোহলি না, রোহিত, ধাওয়ান, রাহুল। আমাদের বোলারদের নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’

ভারতকে হারানোর মিশনে লিটন দাস তিন পেসার নিয়ে নামবেন কি না তা এখনো চুড়ান্ত করেননি। তিনি বলেন, ‘এখনো এ বিষয়ে কোনো কথা বলিনি। নিজেও জানি না। দলের সাথে বসে সিদ্ধান্ত নিব।’

সবার সঙ্গে আলাপ করে হয়তো তিন পেসার দেখা যেতে পারে, আবার নাও দেখা যেতে পারে। কিন্তু তামিম ইকবালের বিকল্পে তাকে বেশ ভাবাবে। কারণ টি-টোয়েন্টিতে তামিম ইকবালের সরে যাওয়াতে বাংলাদেশ এখন পর্যন্ত উদ্বোধনী জুটি দাঁড় করাতে পারেনি। এবার ওয়ানডেতে কী হবে। লিটনের সঙ্গে কে আসবেন হাল ধরতে।

অধিনায়ক জানান, এই বিষয়ে এখন কোনো আলোচনা হয়নি। তবে লিটন না জানালেও এনামুল হক বিজয় ও নাজমুল হোসের শান্তর যে কাউকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

২০২৩ সালে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে বাংলাদেশ খেলার ‘ভিসা’ পেয়ে গেছে। এখন নিজেদের প্রস্তুত করে তুলা। প্রতিটি ওয়ানডে সিরিজও তাই বাংলাদেশের জন্য তার প্রস্তুতি। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে লিটনের কাছে ছুটে গিয়েছিল এই প্রশ্ন। কিন্তু তিনি সে পথে না হেঁটে সিরিজ জেতার ভাবনায় বিভোর।

তিনি বলেন, ‘হোমে মূল লক্ষ্য সিরিজ জেতা। এটাই মূল লক্ষ্য থাকবে। তার চেয়েও বড় জিনিস হল ডে বাই ডে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। উন্নতির জায়গা বাংলাদেশের ক্রিকেটে তো সবসময়ই থাকে। এই সিরিজ নিয়ে প্রত্যেক খেলোয়াড় অনেক আশাবাদী। বড় দলের বিপক্ষে খেলতে পারলে সুযোগ সৃষ্টি হয়। ভালো পারফর্ম করলে চিন্তাধারা বদলে যায়। টপ লেভেলে যাওয়ার চিন্তাভাবনা আসে।’

এমপি/এমএমএ/

Header Ad

যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি

নিশাত রাসুল। ছবি: সংগৃহীত

জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির পরিচালক (যুগ্মসচিব) কাজী নিশাত রাসুলকে ওএসডি করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন উপসচিব মো. তৌহিদ বিন হাসান।

এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Header Ad

সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সমন্বয়কদের ওপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, তাদের বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকের স্বার্থে লাগবে। তাদের নিরাপত্তা বিষয়টি কেবিনেটে আলোচনা হয়েছে। তাদের যে নিরাপত্তার প্রয়োজন, এটা আলোচিত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, সারা দেশের কোর্টের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। সবাইকে সংযত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। হয়ত আপনার দাবি যৌক্তিক, কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি, ধ্বংসাত্মক হয়ে যায় সেই ক্ষেত্রে ন্যায্য দাবিও পূরণ করতে পারবেন না। আজকে প্রধান বিচারপতিও উদ্বেগ জানিয়েছেন। আমরা সবাইকে বলবো, এই জাতীয় ধ্বংসাত্মক ও অবমাননামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগ দায়ের করার প্ল্যাটফর্মে আছে। কিন্তু ধংসাত্মক প্রক্রিয়া বেচে নিলে কারও কোনো লাভ হবে না।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Header Ad

এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

ফাইল ছবি

নৌ-পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের ফলপ্রসূ আলোচনার পর বেনাপোল থেকে দূরপাল্লার সকল বাস ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।

পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নেওয়ায় বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

মিজান বলেন,নৌ পরিবহন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বিকেলে পরিবহন মালিক সমিতির সাথে এবং নৌ-পরিবহন উপদেষ্টা ও বন্দর চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৫ জন পরিবহন মালিক বেনাপোলস্থ চারজন পরিবহন স্টাফ এবং নৌ উপদেষ্টা ও বন্দরের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত হয় এখন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বাস বেনাপোল চেকপোস্টের বন্দর টার্মিনালে যাত্রী নামিয়ে সেখানেই অবস্থান করতে পারবে। বন্দর টার্মিনাল থেকে যাত্রী উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবে। এ সময় রাস্তায় কোনোভাবে কোনো বাস দাঁড়াতে পারবেনা। তবে আন্ত জেলার বাসগুলো বেনাপোল পৌর বাস টার্মিনালেই থাকতে হবে ।সেখানেই যাত্রী নামাবে এবং সেখান থেকেই যাত্রী উঠিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে। আন্তজনের কোনো বাসকে বেনাপোল চেকপোষ্টে প্রবেশ করতে দেয়া হবে না। তিনি আরো বলেন আমাদের প্রস্তাবিত দাবি মেনে নেয়ায় বেনাপোল থেকে সকল পরিবহন বাস চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার জানান, স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে ঢাকা থেকে যেসব পরিবহন গুলো বেনাপোল আসে সেসব পরিবহন চেকপোস্ট টার্মিনাল থেকে যাত্রী উঠাতে পারবে এবং যাত্রী নামাতে পারবে ।তবে রাস্তায় কোনো বাস দাঁড়াতে দেয়া হবেনা।

Header Ad

সর্বশেষ সংবাদ

যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা
এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস
দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান
রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন
২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক
বিচারককে ডিম ছুড়ে মারা আইনজীবীদের সনদ বাতিল হবে: খোকন
নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭
রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসকন নিষিদ্ধের বিষয়টি দেখছে
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক
চিন্ময় কৃষ্ণ দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রাজধানীতে হাসনাতকে আবারও ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা