সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

লিটন ভাবনার রাজ্যে শুধুই ‘জয়’

রঙিন ক্রিকেটের দুনিয়া বাংলাদেশ-ভারত দ্বৈরথ ইদানিং মাঠ থেকে মাঠের বাইরেও উত্তেজনা ছড়ায়। এইতো মাত্র কিছু দিন আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচও এর থেকে বাদ যায়নি। ভেজা মাঠে বাংলাদেশকে খেলতে বাধ্য করা নিয়ে বিশ্বকাপে বেশ কিছু দিন আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল।

দুই দেশের এ রকম উত্তেজনার রসদ শুরু হয় ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে। সেবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ একইভাবে বিদর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়েং হেরেছিল। আগামীকাল রবিবার শুরু হচ্ছে দুই দেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের ডামঢোলে সেই উত্তেজনায় দাঁড়ি পড়লেও তামিম ইকবালের ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাস রোমাঞ্চিত।

তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক রোমাঞ্চিত। ভারত ভালো দল। তাদের খ্যাতি এবং ফর্ম সবই আছে। আমরা ইদানীং তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। তারা আর আমাদের আন্ডারডগ ভাববে না। এটাই বড় ব্যাপার ।’

দুই দল এখন পর্যন্ত ৩৬বার মুখোমুখি হয়েছে। যেখানে ভারতের জয়ের পাল্লা বেশ ভারী। তারা জিতেছে ৩০ বার। বাংলাদেশের জয় ৫ বার। অপর ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। সর্বশেষে ৫ বারের মোকাবেলাতে বাংলাদেশের নেই কোনো জয়। যদিও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বেশ শক্তিশালী। কিন্তু সর্বশেষ জিম্বাবুয়ে সফরে তাদের সেই শক্তিতে আঘাত হেনেছে জিম্বাবুয়ে। আবার ভারত যেখানে এসেছে পূর্ণ শক্তির দল নিয়ে, সেখানে বাংলাদেশ দলে নেই নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ও দুরন্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ। এই দুই জনকে হারিয়ে বাংলাদেশের শক্তি হারিয়েছে অনেক। লিটন দাস তাদেরকে মিস করলেও ঘরের মাঠে সুবিধা আর দর্শকদের সমর্থন নিয়ে ভারতকে মোকাবেলা করার জন্য প্রস্তুত।

তিনি বলেন, ‘ভারত সবসময় ভালো দল। এটাও মানতে হবে, ঘরের মাঠে আমরাও অনেক ভালো দল। এই ফরম্যাট এমন। ঘরে খেললে অনেক ভালো খেলি। অবশ্যই দুই মূল খেলোয়াড়কে মিস করব। তবে যারা আছে ওরাও ভালো করার সামর্থ্য রাখে। দর্শক সবসময় আমাদের পক্ষে থাকে।’ মিরপুরের উইকেট সম্বন্ধে ভারতের ধারণা না থাকাটাকে তিনি দেখছেন নিজেদের জন্য প্লাস পয়েন্ট হিসেবে।

তিনি বলেন, ‘জানি না মিরপুরের উইকেট কেমন আচরণ করবে। তবে তারা এই উইকেট সম্পর্কে খুব একটা জানে না। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’

২০১৫ সালে ভারতকে প্রথমবারের মতো সিরিজ হারানোর মূল নায়ক ছিলেন মোস্তফিজ। তিনি একাই গুড়িয়ে দিয়েছিলেন ভারতের বিশ্ব সেরা ব্যাটিং লাইনকে। অভিষেকেই নিয়েছিলেন ৫ উইকেট। পরের ম্যাচে ৬ উইকেট। শেষ ম্যাচে ২ উইকেট। সেই মোস্তাফিজের ধার এখন আর আগের মতো নেই। এ নিয়ে লিটন বলেন, ‘ওটা ছিল ২০১৫, এটা ২০২২। অনেকদূর পার হয়ে গেছে। প্রত্যেকেরই কিছু না কিছু লক্ষ্য থাকে। শুধু মুস্তাফিজ না, দলের সব বোলারই এখন ওয়েল সেটেল্ড।’

বিরাট কোহলি ফিরেছেন ফর্মে। যা বাংলাদেশের বোলারদের জন্য ভাবনার কারণ। কিন্তু লিটন দাস মনে করেন শুধু কোহলিই নন, ভারতের পুরো ব্যাটিং লাইনই শক্তিশালী।

তিনি বলেন, ‘তাদের ব্যাটিং লাইনআপ খুবই ভালো। শুধু কোহলি না, রোহিত, ধাওয়ান, রাহুল। আমাদের বোলারদের নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’

ভারতকে হারানোর মিশনে লিটন দাস তিন পেসার নিয়ে নামবেন কি না তা এখনো চুড়ান্ত করেননি। তিনি বলেন, ‘এখনো এ বিষয়ে কোনো কথা বলিনি। নিজেও জানি না। দলের সাথে বসে সিদ্ধান্ত নিব।’

সবার সঙ্গে আলাপ করে হয়তো তিন পেসার দেখা যেতে পারে, আবার নাও দেখা যেতে পারে। কিন্তু তামিম ইকবালের বিকল্পে তাকে বেশ ভাবাবে। কারণ টি-টোয়েন্টিতে তামিম ইকবালের সরে যাওয়াতে বাংলাদেশ এখন পর্যন্ত উদ্বোধনী জুটি দাঁড় করাতে পারেনি। এবার ওয়ানডেতে কী হবে। লিটনের সঙ্গে কে আসবেন হাল ধরতে।

অধিনায়ক জানান, এই বিষয়ে এখন কোনো আলোচনা হয়নি। তবে লিটন না জানালেও এনামুল হক বিজয় ও নাজমুল হোসের শান্তর যে কাউকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

২০২৩ সালে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে বাংলাদেশ খেলার ‘ভিসা’ পেয়ে গেছে। এখন নিজেদের প্রস্তুত করে তুলা। প্রতিটি ওয়ানডে সিরিজও তাই বাংলাদেশের জন্য তার প্রস্তুতি। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে লিটনের কাছে ছুটে গিয়েছিল এই প্রশ্ন। কিন্তু তিনি সে পথে না হেঁটে সিরিজ জেতার ভাবনায় বিভোর।

তিনি বলেন, ‘হোমে মূল লক্ষ্য সিরিজ জেতা। এটাই মূল লক্ষ্য থাকবে। তার চেয়েও বড় জিনিস হল ডে বাই ডে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। উন্নতির জায়গা বাংলাদেশের ক্রিকেটে তো সবসময়ই থাকে। এই সিরিজ নিয়ে প্রত্যেক খেলোয়াড় অনেক আশাবাদী। বড় দলের বিপক্ষে খেলতে পারলে সুযোগ সৃষ্টি হয়। ভালো পারফর্ম করলে চিন্তাধারা বদলে যায়। টপ লেভেলে যাওয়ার চিন্তাভাবনা আসে।’

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  যা দেশের বাজারে ইতিহাসে সর্বোচ্চ।  মঙ্গলবার (২২ এপ্রিল) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। সোমবার (২১ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এবার ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাজুস।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে।  ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।  এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।  তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ১৯ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।  চলতি বছর ২৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম।  যেখানে দাম বাড়ানো হয়েছে ১৮ বার, আর কমেছে মাত্র ৬ বার।  আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।  যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।  দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

Header Ad
Header Ad

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি

গাজী সালাউদ্দিন তানভীর। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দলটির আরেক যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মার্চ জাতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে।

এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শাতে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশ প্রদান করেছেন।

একইসঙ্গে, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।

Header Ad
Header Ad

দুই বাংলাদেশি কৃষককে ধরে ভারতে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুই বাংলাদেশি কৃষক ভারতে প্রবেশের পর স্থানীয়দের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটে রোববার সকালে, ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায়। ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই স্থানীয় কিছু ব্যক্তি দুই বাংলাদেশি কৃষককে বেধড়ক মারধর করছে। এমনকি তাদের একটি পিকআপ ভ্যানে তোলার সময়ও নির্যাতন অব্যাহত থাকে।

নির্যাতনের শিকার কৃষকরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তুলশীপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দাবি করেছে, তারা মেইন পিলার ১৯৮৭ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, যেটি ৭৮পি/৮ নম্বর মানচিত্রের আওতায় পড়ে।

ঘটনার পর পরই রোববার বিকেলে সীমান্তবর্তী হরিণখোলা ফাঁড়িতে বিএসএফ এবং বাংলাদেশের ৫৫ বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিএসএফ কর্তৃপক্ষ তোফাজ্জল ও জামালকে বাংলাদেশি বাহিনীর কাছে হস্তান্তর করে।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানিয়েছেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

এদিকে, মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি
দুই বাংলাদেশি কৃষককে ধরে ভারতে নিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল
গাইবান্ধায় অপহরণের দুই ঘন্টা পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক ২
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা
২০ দিনে ৫০ কোটিরও বেশি আয় করল শাকিবের 'বরবাদ'
ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার
টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার
কারাগার থেকে দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে: কাঠগড়ায় দাঁড়িয়ে পলক
খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান
বাকৃবিতে পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অকার্যকর বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন
পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’য় জুটি বাঁধছেন ইমন-দীঘি
বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
আ.লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে শেখ হাসিনার সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী