আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের বেশি সুযোগ পাওয়া উচিত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা যে কোনো ক্রিকেটারের জন্য এখন স্বপ্ন হয়ে উঠেছে। এমনকি কারও কারও কাছে জাতীয় দলের চেয়েও বেশি গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে এই আইপিএলে।
প্রতি বছর যখন আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়, তখন তালিকায় থাকা ক্রিকেটারার তির্থের কাকের মতো অপেক্ষায় থাকেন দল পাওয়ার জন্য। এখানে কারও আশা পূর্ণ হয়, কারও হয় না।
তবে এখানে সবচেয়ে বেশি বঞ্চিত বাংলাদেশের ক্রিকেটারার। আইসিসির পূর্ণ সদস্য পাওয়া দেশগুলোর মাঝে বাংলাদেশের ক্রিকেট বিশ্বে যে পর্যায়ে অবস্থান করছে, সে তুলনায় সুযোগ পাওয়া ক্রিকেটারের সংখ্যা খুবই নগন্য। একমাত্র নিয়মিত মুখ সাকিব। পরে সেখানে নাম লিখিয়ছেন মোস্তাফিজ।
এ ছাড়া, আরও কিছু ক্রিকেটারের নাম তালিকায় থাকলেও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় ফ্রাঞ্চাইজিগুলো। আইপিএলের এবারের নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর কোচিতে। এবারের তালিকায় সাকিবসহ বাংলাদেশের আরও পাঁচ ক্রিকেটারের নাম আছে। তারা হলেন লিটন দাস, তাসকিন, আফিফ, শরিফুল ও নাসুম আহমেদ।
গতবার দিল্লি ক্যাপিটালসে খেলা মোস্তাফিজকে ধরে রেখেছে তারা। সাকিব নিয়মিত খেললেও গতবার দল পাননি। এর আগেরবার তিনি নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি। এবার কি বাংলাদেশের ক্রিকেটরদের সুযোগ পাওয়ার সংখ্যা বাড়বে? বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে নামনে রেখে আজ মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মার দিকে ছুটে গিয়েছিল এই প্রশ্ন।
বাংলাদেশের ক্রিকেটারদের সংখ্যা বেশি হওয়া বলে জানান তিনি। রোহিত শর্মা বলেন, ‘আমি আশা করি। আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ, তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।’
সাকিব-মোস্তাফিজ ছাড়া আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন মাশরাফি, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল। কিন্তু তারা সেভাবে সুযোগই পাননি খেলার। যে কটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, সেগুলোকে কাজে লাগাতে পারেননি। গতবার তাসকিব আহমেদ সুযোগ পেয়েছিলেন। কিন্তু জাতীয় দলের খেলার কারণে তিনি রাজি হননি।
আইপিএলের এবারের নিলাম ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হলেও রোহিত শর্মা মনে করছেন ফ্রাঞ্চাইজিগুলো এখনো পরিকল্পনা চূড়ান্ত করেনি। তিনি বলেন, ‘আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনো পরিকল্পনা সাজানো শুরু করেনি। এটি আমার ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের) বাংলাদেশের ক্রিকেটারদের) সুযোগ পাওয়া উচিত।’
এমপি/এমএমএ/