জাকিরের ১৭৩ রানে হার এড়াল বাংলাদেশ 'এ' দল
ওপেনার জাকির হাসানের ১৭৩ ও নাজমুল হোসেন শান্তর ৭৭ রানের ভর করে ভারত 'এ' দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে হার এড়াতে পেরেছে বাংলাদেশ 'এ' দল। দ্বিতীয় ইনিংসে তারা ৯ উইকেটে ৩৪১ রান করে। তখনো স্বাগতিকরা ভারতের রানের চেয়ে ১২ রান পেছনে ছিল। প্রথম ইনিংসে স্বাগতিকরা করেছিল মাত্র ১০২ রান। সফরকারীরা প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৬৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল।
জাকির ও নাজমুলের ইনিংস দেখে মনে হবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু বাস্তবে তা ছিল না। এই দুইজন ছাড়া আর কেউই রান করতে পারেননি। মাহমুদুল হাসান জয় ২১, মমিনুল হক ১৭, জাকের আলী ১৬ রান করেন।
চতুর্থ ও শেষ দিন কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জাকির হাসান ৮১ ও নাজমুল হোসেন শান্ত ৫৬ রান নিয়ে ব্যাট করতে নামেন। কিন্তু জুটি খুব বেশি দূর যেতে পারেনি। ৪৭ রান যোগ হতেই শান্ত আউট হয়ে যান ৭৭ রান করে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে। তবে শান্ত আউট হয়ে গেলেও জাকির কিন্তু ইনিংস লম্বা করতে থাকেন। একপর্যায়ে সেঞ্চুরি করে ডাবল সেঞ্চুরির পথে ছুটে চলেন। ২২৭ বলে ১০ বাউন্ডারি ও তিন ছক্কায় তিনি সেঞ্চুরি পূর্ণ করেন। জাকির যখন রান করেই চলেছেন অপরপ্রান্তে কিন্তু কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। একে একে ফিরে যান মমিনুল, মিঠুন, মোসাদ্দেকরা।
জাকির যখন ডাবল সেঞ্চুরির পথে তখন ১৭৩ রানে তাকে আউট করেন সৌরভ কুমার। তার ৪০২ বলের ইনিংস ছিল ১৬টি বাউন্ডারি ও ৩ ছক্কা। সৌরভ কুমার ৬৩ রানে নেন ৫ উইকেট।
এমপি/এসজি