ঢাকায় ভারতীয় ক্রিকেট দল
তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোহিত শর্মার নেতৃত্বে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় দল বাংলাদেশ এসেছে মুম্বাই থেকে। দলে আছেন বিরাট কোহলি, লুকেশ রাহুল, শেখর ধাওয়ানের মতো ক্রিকেটাররা।
প্রথম ধাপে এসেছেন শুধু ওয়ানডে দলের খেলোয়াড়। ভারতীয় দল সর্বশেষ বাংলাদেশে এসেছিল ২০১৫ সালে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। এক টেস্টের সিরিজ হয়েছিল ড্র।
এবার সিরিজ শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে। আগামী ৪ ও ৭ ডিসেম্বর হোম অব ক্রিকেটে প্রথম দুইটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে। এরপর চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। শুরু হবে ১৪ ডিসেম্বর। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২২ ডিসেম্বর।
ভারতীয় ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।
এমপি/এসজি