রানে ফিরেছেন ‘এ’ দলের ব্যাটসম্যানরা
ব্যাটিং ব্যর্থতার বলয় থেকে বের হয়ে আসতে পেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ইনিংসে। হারের শঙ্কা কাটিয়ে এখন চার দিনের ম্যাচ ড্র করার সম্ভাবনা জাগিয়ে তুলেছে। তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ১ উইকেটে ১৭২। ভারত ‘এ’ তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৬৫ রানে ডিক্লেয়ার করেছিল। এখনো স্বাগতিকরা পিছিয়ে আছে ১৮১ রানে। বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে করেছিল ১১২ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা যেখানে ক্রিজে আসা-যাওয়ায় শামিল হয়েছিলেন, সেখানে দ্বিতীয় ইনিংসে তারা ক্রিজে টিকে থাকার লড়াইয়ে শামিল হন ও সেখানে সফলও হন। ওপেনার মাহমুদুল হাসান জয় ২১ রানে আউট হলেও উদ্বোধনী জুটিতে রান আসে ৭১। মাহমুদুল ২১ রান করে সৌরভ কুমারের বলে যাদবের হাতে ধার পড়ে বিদায় নেওয়ার পর আরেক ওপেনার জাকির হাসান নাজমুল হাসান শান্তকে নিয়ে তৃতীয় দিনের বাকি সময় পার করে দেন। জুটিতে তারা অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ১০১ রান। জাকির ৮১ ও নাজমুল ৫৬ রান করে অপরাজিত আছেন। জাকিরের ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৮টি চার এবং নাজুমলের ইনিংসে ছিল ৭টি চার। জাকির ১০৯ ও নাজমুল ১০৪ বলে হাফ সেঞ্চুরি করেন।
এর আগে ভারত ‘এ’ দল ৫ উইকেটে ৪০৪ রান নিয়ে খেলতে নেমে আর কোনো উইকেট না হারিয়ে ৪৬৫ রানে ইনিংস ঘোষণা করে। ২৭ রান নিয়ে খেলতে নামা উপেন্দ্র যাদব ৭১ রানে অপরাজিত থাকেন। ২৬ রান নিয়ে খেলতে নামা তিলক ভার্মা ৩৩ রান করে রিটায়ার্ড করেন।
এসএন