শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হেরেও আর্জেন্টিনার সঙ্গী পোল্যান্ড

আক্রমণের পর আক্রমণ। শটের পর শট। মেসির আর্জেন্টিনার সবকিছু বাঁধা পড়েছে গিয়ে পোল‌্যান্ডের গোলরক্ষক সেজেসনির কাছে। প্রথমার্ধের খেলা দেখে মনে হবে খেলা হয়েছে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের গোলরক্ষকের মাঝে। কি করলেন তিনি? কোটি কোটি আজর্জেন্টিনার ভক্তদের হতাশ করে গোল করার উল্লাসে মেতে উঠতে দেননি। মেসির পোনাল্টি পর্যন্ত ঠেকিয়ে দেন। শেষ ষোলতে যেতে হলে জয়ের জন‌্য মরিয়া আর্জেন্টিনার জন‌্য তাই প্রথমার্ধ হতাশা নিয়ে আসেন তিনি। ৯৭৪ স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে তার সকল প্রতিরোধ ভেঙ্গে যায়। একে একে গোল হজম করেন দুইটি। প্রথম ম‌্যাচে সৌদি আরবের কাছে হেরে যেখানে শেষ ষোলতে যাওয়া হুমকির মুখে পড়েছিল আর্জেন্টিনা, সেখানে তারা গ্রুপ চ‌্যাম্পিয়ন। তাদের কাছে হেরেও শেষ ষোলতে সঙ্গী হয়েছে পোল‌্যান্ডই। গ্রুপের অপর ম‌্যাচে মার্টিন ও চাভাজের গোলে মেক্সিকো ২-১ গোলে সৌদি আরবকে হারানোর পর দুই দলের পয়েন্টই সমান হয়ে যায়। কিন্তু গোল গড়ে পোল‌্যান্ড গ্রুপ রানার্সআপ হয়ে আর্জেন্টিনার সঙ্গী হয়। সৌদির পক্ষে গোলটি করেন সালেম আল দাওসারি। ‍৩ ডিসেম্বর আর্জেন্টিনা শেষ ষোলতে খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআট অস্ট্রেলিয়ার বিপক্ষে। অপরদিকে ৪ ডিসেম্বর ‘ডি গ্রুপের চ‌্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে খেলবে পোল‌্যান্ড।

সেজেসনি যদি প্রতিরোধের দেয়াল হয়ে না উঠতেন তা’হলে এই ম‌্যাচ আর্জেন্টিনা জয়ী হতো আরও বেশি গোলের ব‌্যবধানে। এই ম‌্যাচেই আর্জেন্টিনা এবারের আসরে সব থেকে ভালো ফুটবল খেলেছে। পেনাল্টি মিস করলেও মেসি ছিলেন বিপজ্জনক। সবথেকে ভালো খেলেছেন আলভারেজ। তার তিন থেকে চারটি চেষ্টা গোলের মুখ দেখতে পারেনি। যদিও তিনি শেষ পর্যন্ত গোলের দেখা পেয়েছেন।

সেজেসনি যখন একের পর এক আর্জেন্টিনার আক্রমণভাগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন তখন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ নিরব দর্শক হয়ে দেখে যাচ্ছিলেন। প্রথমার্ধে তাকে একটি শটও আটাকাতে হয়নি।

খেলায় আর্জেন্টিনা ৭৩ ভাগ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। শট নিয়েছে ২৩টি। যার ১২টিই ছিল অন টার্গেট। কর্ণার ছিল ৯টি। পোল‌্যান্ডের কর্ণার ছিল মাত্র একটি। চারটি শট নিতে পারলেও অন টার্গেট শট নিতে পারেনি একটিও। তাদের দলে যে লেভানদোভস্তি নামে একজন দুর্ধষ স্ট্রাইকার আছেন তার খোঁজেই পাওয়া যায়নি!

এক নজরে আর্জেন্টিনার গোল ও আক্রমণগুলো

২ মিনিটেই সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। মেসির কর্ণার থেকে ওটামান্ডির হেড সাইড বার দিয়ে বাইরে চলে যায়।

৬ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির ডান পায়ের দূর্বল শট সরাসরি গোলরক্ষকের হাতে যায়।

১০ মিনিটে বাম প্রান্ত দিয়ে ঢুকে মেসির বাম পায়ের শট গোলরক্ষক কর্নার করে রক্ষা করেন।

এই সময়ের মাঝেই আর্জেন্টিনা তিন তিনটি শট নেয়। যার দুইটি ছিল অন টার্গেট। বিপরীতে পোল‌্যান্ডের শট ছিল একটি। কোনও অন টার্গেট শট ছিল না। আর্জেন্টিনা ২টি কর্ণার আদায় করে নেয়। পোল‌্যান্ড একটিও কর্ণার পায়নি।

১৬ মিনিটে বক্সের ভেতর থেকে আলভারেজের শট বারের অনেক উপর দিয়ে চলে যায়।

১৮ মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আস ক্রসে আলভারেজের হেড লক্ষ‌্যভ্রস্ট হয়।

২৮ মিনিটে আর্জেন্টিনা দুই দুইটি সুযোগ হাতছাড়া করে। ডান প্রান্ত থেকে ভেসে ক্রস থেকে আলভারেজের শট রক্ষণে বাঁধাগ্রস্ত হয়ে ফিরে আসার পর অ‌্যাকুনার ডান পায়ের কোনাকুনি শট বার ঘেষে বাইরে চলে যায়।

৩২ মিনিটে ডি মারিয়ার বাম পায়ে নেওয়া কর্ণার শট সরাসরি গোলে ঢুকার মুহুর্তে গোলরক্ষ কর্নার করে নিশ্চিত গোল রক্ষা করেন।

৩৫ মিনিটে আলভারেজের বাম পায়ের শট পোলিশ গোলরক্ষক ব্লক করে রক্ষা করেন। ফিরতি বলে আলভারেজের ক্রস থেকে মেসি হেড দিতে উঠলে আবারও গোলরক্ষক পাঞ্চ করে রক্ষা করেন। এ সময় মেসিকে হাত দিয়ে মুখে আঘাত করলে রেফারি ভিএআর পরীক্ষা করে পেনাল্টি দেন। কিন্তু মেসির নেয় পেনাল্টি আটকে দেন সেই গোলরক্ষক।

৪২ মিনিটে বক্সের বাইরে থেকে আলভারেজের ডান পায়ের আচমকা শট গোলরক্ষক ফিরিয়ে দেন। ফিরতি বলে সামনে থাকা এক আর্জেন্টিনার খেলোয়াড়ের হেড তার হাতে চলে যায়।

আর্জেন্টিনার প্রথম গোল

পোলিশ গোলরক্ষক প্রথমার্ধে চীনের প্রাচীর হয়ে মেসির পেনাল্টিসহ একাধিক সুযেগ প্রতিহত করে দিলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই তার প্রতিরোধের দেয়াল ভেঙ্গে যায়। ৪৭ মিনিটেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ডান প্রান্ত থেকে মোলিনার পাস থেকে বক্সের ভেতর দাঁড়িয়ে থাকা ম‌্যাক অ‌্যালিস্টার প্লেসিং শটে সেজসেনিকে বোকা বানায়। ডান দিকে ঝাঁপিয়ে পড়েও তিনি বলের নাগাল পাননি। মোলিনার এটি ছিল প্রথম আর্ন্তজাতিক গোল।

৫৫ মিনিটে বক্সের ভেতর মেসির পাস থেকে আলভারেজের আরকেটি শট পোলিশ গোলরক্ষক ঠেকিয়ে দেন।

৬১ মিনিটে আবারও তার কাছে বাঁধাগ্রস্ত হয় আর্জেন্টাইন চেষ্টা।

আর্জেন্টিনার দ্বিতীয় গোল

৬৭ মিনিটে আর্জেন্টিনা দ্বিতীয় গোলের দেখা যায়। একের পর এক চেষ্টা ব‌্যর্থ হওয়ার পর অবশেষে গোলের দেখা পান আলভারেজ। ফার্নান্দেজের বাডিয়ে দেয়া বল বক্সের ভেতের পেয়ে পান পায়ের বুলেট শটে সেজেসনকে পরাস্ত করেন।

৭০ মিনিটে সেজেসনি আবারও প্রতিরোধের দেয়াল। এবার তিনি ঠেকিয়ে দেন মেসির বাম পায়ের শট।

৭২ মিনিটে আলভারেজ বিপজ্জনকভাবে বক্সে ঢুকে যে শট নেন তা বার কাঁপিয়ে চলে যায়।

৮৫ মিনিটে আর্জেন্টিনাকে গোল বঞ্চিত করেন বদলি খেলোয়াগ মার্টিনেজ। জ‌্যাকব কিউ্ইর গোলরক্ষককে ব‌্যাক পাস দিতে গিয়ে সেই বল পেয়ে যান মার্টিনেজ। বল নিয়ে তিনি বক্সে ডুকে গোররক্ষক সেজেসনিকে একা পেয়ে যান। বিপদ বুঝে সেজেসনি এগিয়ে এসে জায়গা ছোট করে ফেলেন। এরই মাঝে মার্টিনেজ গোল করার চেষ্টা করেছিলেন। কিন্তু বল দ্বিতীয় পোষ্ট ঘেষে বাইরে চলে যায়।

দুই গোল হজম করার পর পোল‌্যান্ড আরও বেশি করে রক্ষাণাত্বক হয়ে পড়ে। এর কারণ ছিল আর কোনও গোর হজম না করা। কারণ এই অবস্থায় তারা হারলেও দ্বিতীয় পর্বে যেতে পারবে। কারণ তখন অপর ম‌্যাচে মেক্সিকো ২-১ গোলে সৌদি আরবের বিপক্ষে এগিয়ে। তারা যদি আর গোল হজম করে তা’হলে বাদ পড়ে যাবে। ম‌্যাক্সিকো তৃতীয় গোল করলে। মেক্সিকোর বিষয়টি তাদের হাতে ছিল না। তাই নিজেদের জাল অক্ষত রাখার চেষ্টা করে। সেখানে তারা সফলও হয়। যদিও ইনজুরির টাইমে গিয়ে তারা গোল হজম করতে যাচ্ছিল। নিকোলাস গোরক্ষকের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে গোলে প্রবেশের সময় একজন খেলোয়াড় রক্ষা করেন। তাই হারের পরও পোলিশরা দ্বিতীয় পর্বে যাওয়ার আনন্দে উল্লাস করতে থাকে।

এমপি/এএস

Header Ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

Header Ad

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশের জনগণের দুর্ভোগের মধ্যে উপদেষ্টাদের অযাচিত কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই।

তিনি বলেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উসকানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত ১৫ বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কারাগারের সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন। সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে।

এ সময় আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরণপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Header Ad

ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ

ছবি: সংগৃহীত

ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ জানিয়েছেন, ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করে দিবে, তা ভারতের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে সরকারের কোনো বক্তব্য দেয়ার কিছু নেই।

শুক্রবার (২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দানকৃত জমিতে গড়ে তোলা হবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজে অবস্থার কারণে বিভিন্নভাবে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করেছে। ওয়ামী তাদের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান,ওয়ামী সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু, ওয়ামী কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার দিল আফরোজ।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, ১টি ক্যাডেট মাদ্রাসা, ১টি নুরানী ও হিফজ মাদরাসা, ১টি লাইব্রেরি হল, ১টি হলরুম ও কনফারেন্স রুম, তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিং জন্য একটি আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল। এ ছাড়াও কমপ্লেক্স এর অবশিষ্ট পরিকল্পনার মধ্যে একটি হাসপাতাল, স্কুল, ভোকেশনাল সেন্টার, প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি ও প্লে গ্রাউন্ড নির্মাণের বিষয় তিনি উল্লেখ করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ