বিশ্বকাপে সুইস বাধা টপকাতে পারবে ব্রাজিল?

আন্তর্জাতিক ফুটবলে দুই দল মোকাবিলা করেছে মোট ৯ বার। ব্রাজিলের জয় তিনটিতে। সুইজারল্যান্ডের জয় দুটি। বাকি চার ম্যাচ ড্র। কিন্তু বিশ্বকাপে এই সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয়ের রেকর্ড নেই ব্রাজিলের। দুইবার মুখোমুখি হলেও ড্র দুটিতেই।
দুই দলের প্রথম দেখা ১৯৫০ বিশ্বকাপে। ঘরের মাঠে ব্রাজিল সে ম্যাচে ২-২ গোলে করেছিল ড্র। দ্বিতীয় ও সর্বশেষ দেখা ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। যেখানে ম্যাচ ড্র হয় ১-১ গোলে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের সর্বশেষ জয়ও আজ থেকে ১৬ বছর আগে। ২০০৬ সালে প্রীতি ম্যাচে ব্রাজিল জিতেছিল ২-১ গোলে।
কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে ব্রাজিল। দোহার ৯৭৪ স্টেডিয়ামে 'জি' গ্রুপে সেলেসাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই ম্যাচ জিতলেই নকআউট পর্বে চলে যাবে তিতে শিবির। নেইমারহীন ব্রাজিল পারবে সুইস বাধা টপকাতে?
এসজি
