ফিফার কাঠগড়ায় জার্মানি
সময়টা ভালো যাচ্ছে না জার্মানির। বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরেছে জাপানের কাছে। দ্বিতীয় ম্যাচে ড্র করেছে স্পেনের সঙ্গে। বিপদে থাকায় দলটিকেই এবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে ফিফা। তবে সেটা ‘হাত দিয়ে মুখ ঢাকা’র কারণে নয়, সংবাদ সম্মেলনে নিয়ম ভাঙার কারণে।
ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ ডে’র আগের দিন সংবাদ সম্মেলনে থাকতে হবে প্রতি দলের একজন খেলোয়াড়। শনিবার (২৬ নভেম্বর) এই নিয়ম রক্ষা করেনি ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। তাই জার্মানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা।
জাপানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করে জার্মানি। তাই স্পেন ম্যাচের আগে শিষ্যদের নির্ভার রাখতে শনিবার সংবাদ সম্মেলনে একা হাজির হন হ্যান্স ফ্লিক। সংবাদ সম্মেলনে খেলোয়াড় না আনার প্রসঙ্গে ব্যাখ্যাও দেন জার্মান কোচ। কিন্তু রবিবার তাকে জয় উপহার দিতে পারেনি তার শিষ্যরা। উল্টো ঝুঁকি নিয়ে শাস্তির মুখে ফ্লিক ও তার দল।
দোহা থেকে সবচেয়ে দূরে অনুশীলন ক্যাম্প বেছে নিয়েছে জার্মানি, যেখানে বিশ্বকাপে অংশ নেওয়া বেশিরভাগই অবস্থান করছে। কাতারের রাজধানী থেকে প্রায় ১১০ কিলোমিটার (৭০ মাইল) দূরে উপদ্বীপের উত্তর প্রান্তে একটি রিসোর্ট হোটেলে রয়েছে জার্মানরা। মূলত শিষ্যদের ভ্রমণক্লান্তি থেকে দূরে রাখতেই সংবাদ সম্মেলনে একা হাজির হয়েছিলেন ফ্লিক। কিন্তু বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি ফিফা। এতে অবশ্য খুব শাস্তির মুখে পড়তে হচ্ছে না জার্মানকে।
বিদেশি সংবাদমাধ্যমের তথ্যমতে, জরিমানা শাস্তিতেই পার পেয়ে যাবে ফ্লিকের দল।
এসজি