এগিয়ে যাওয়ার লড়াই ব্রাজিল-সুইজারল্যান্ডের
দুই দলই বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। আরেকটি সাফল্য পৌঁছে দেবে নকআউট পর্বের দোড়গোড়ায়। এমন সমীকরণ সামনে রেখে সোমবার (২৮ নভেম্বর) দোহায় ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও সুইজারল্যান্ড। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা পেয়েছে ব্রাজিল। সুইজারল্যান্ড তাদের উদ্বোধনী ম্যাচে ক্যামেরুনকে পরাস্ত করেছে ১-০ ব্যবধানে।
কাল বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিপক্ষকে পেলেও ভড়কে যাচ্ছেন না মুরাত ইয়াকিন। বরং সুইজারল্যান্ড কোচ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এই লড়াইয়ের অপেক্ষায় ছিলাম। আমার শৈশব থেকে আমি ব্রাজিল সম্পর্কে অনেক কথা বলেছি। সম্ভবত সে কারণেই আমি একজন ফুটবলার হয়েছি। অবশ্যই আমরা এই ম্যাচের জন্য অপেক্ষা করছি।’
রবিবার (২৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে ইয়াকিন আরও বলেন, ‘বড় নামের বিপক্ষে খেলা এবং আমাদের যা আছে তা দেখানোর জন্য দুর্দান্ত একটি সুযোগ এটা। তাদের যথেষ্ট ভালোমানের খেলোয়াড় আছে। প্রত্যেকেই অত্যন্ত দক্ষ, এমনকি সেন্টারব্যাক এবং গোলরক্ষক। তারা এখানে শিরোপা জিততে এসেছে।’
সুইস মিডফিল্ডার জেরদান শাকিরিও বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘আমরা আগেও শক্তিশালী দলগুলোর চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং গোল করতে পেরেছি। যদি (কাল) আমরা একটি গোল করি, আমি মনে করি আমরা সম্পূর্ণরূপে খেলায় পরিবর্তন আনতে পারব।’
অপরদিকে নেইমারহীন দলে আস্থার কমতি নেই তিতের। বলেন, ‘হয়তো আমরা ভিনির (ভিনিসিউস জুনিয়র) কাছ থেকে একটি ড্রিবল দেখতে পাব, ফিনিশিংয়ে রিচার্লিসন কিংবা পেড্রোর সৃজনশীলতা দেখতে পাব। এটা হবে কারণ তাদের সেই সৃজনশীলতা আছে। তারা সমস্ত চাপের মধ্যেও অনেকটা শান্ত থাকতে পারে, যা অবাক করার মতো বিষয়।’
কোচের সুরে সুর মিলিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোসও। তিনি বলেন, ‘আমরা আগেও দেখিয়েছি এবং আমরা আবারও দেখাতে প্রস্তুত যে দলটি শক্তিশালী, ভালো অনুশীলন করেছে। সর্বোপরি যেকোনো কিছুর জন্য প্রস্তুত।’
ম্যাচ ফ্যাক্ট
* বিশ্বকাপে ব্রাজিল এবং সুইজারল্যান্ডের আগের দুই লড়াই ছিল অমীমাংসিত। দুটো ম্যাচই ড্র হয়েছিল : ১৯৫০ সালে ২-২ এবং ২০১৮ সালে ১-১।
* সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে সবশেষ চার দেখায় দুইবার জয় পেয়েছে সুইজারল্যান্ড (১ ড্র, ১ হার)। ব্রাজিলের বিপক্ষে তাদের শেষ ছয় ম্যাচের প্রতিটিতে একটি করে গোল করেছে সুইসরা।
* বিশ্বকাপে লাতিন অঞ্চলের প্রতিপক্ষের বিপক্ষে সুইজারল্যান্ড তাদের শেষ আট ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে (২ ড্র, ৫ হার)। সেই জয়টি এসেছে ২০১৪ সালে ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলে।
* ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের সর্বশেষ ১৬ ম্যাচে হারের মুখ দেখেনি। যেমন কীর্তি নেই অন্য কোনো দলের।
এসআইএইচ