বিশ্বকাপ খেলবে নেইমার: তিতে
গোড়ালির ইনজুরিতে পড়েছেন নেইমার। গ্রুপপর্বে ব্রাজিলের অপর দুই ম্যাচে তার না খেলা সুনিশ্চিত। যদি সেলেকাওরা নকআউট নিশ্চিত করতে পারে, তবে কাতারে ফের লড়তে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান তারকাকে। সবাই যখন এই হিসাব মেলাচ্ছেন, তখন তিতের উচ্চস্বর— বিশ্বকাপ খেলবে নেইমার।
আগামীকাল বিশ্বমঞ্চে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ সুইজারল্যান্ড। তার আগে, রবিবার সংবাদ সম্মেলনে তিতে বলেন, ‘আমি বিশ্বাস করি, নেইমার এবং দানিলো বিশ্বকাপ খেলবে। আমি বিশ্বাস রাখছি। চিকিৎসার পর্যায়গুলো পরবর্তীতে আরও কিছু বলতে পারবে, কিন্তু এখন আমার কথা বলার কোনো সুযোগ নেই। আমি বিশ্বাস করি যে আমরা বিশ্বকাপে দুজনের সার্ভিসই পাব।’
ব্রাজিল কোচের মতোই আশাবাদী মার্কুইনহোস। একই মঞ্চে তিতের সঙ্গে আসন ভাগ করা এই ডিফেন্ডার বলেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে এটা (নেইমারের চোট) নাজুক এবং কঠিন পরিস্থিতি। ম্যাচের পরে আমি তাকে দেখে ব্যথিত হয়েছি, এটা স্বাভাবিক, কারণ সে বিশ্বকাপ ঘিরে স্বপ্ন দেখেছিল।’
মার্কুইনহোস যোগ করেন, ‘কিন্তু আজ, মেডিক্যাল টেস্ট এবং চিকিৎসার পর, তিনি ফিজিওথেরাপিতে ঘুমাচ্ছেন এবং ২৪ ঘণ্টা ফিজিওথেরাপি নিয়েছেন। এটা দেখায় যে তিনি আমাদের সঙ্গে থাকতে কতটা উদগ্রীব। আমি জানি না কখন তাকে পাব। তবে আজ আমরা তাকে অনেক ভালো দেখতে পাচ্ছি।’
সার্বিয়া ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। বিষয়টি তাৎক্ষণিকভাবে কোচের নজরে আসেনি। নেইমারও তেমন পাত্তা দেননি। কিন্তু ম্যাচের শেষ দিকে যখন যন্ত্রণায় মাঠে বসে পড়েন তিনি, তখনই ইনজুরির বিষয়টি জানতে পেরে নেইমারকে মাঠ থেকে তুলে নেন তিতে। ততক্ষণে যা সর্বনাশ হওয়ার ছিল সেটাই হয়েছে।
আরএ/