রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মেসি জাদুর পর ফার্নান্দেজ ঝলকে আর্জেন্টিনার জয়

প্রথমার্ধে নিষ্প্রাণ খেলা। বলার মতো নেই কোনও উল্লেখযোগ্য আক্রমণ। উপরন্ত গোল হজম করার হাত থেকে কোনও রকমে রক্ষা। প্রথমার্ধে গোল না হতেই পারে। কিন্তু যে খেলা আর্জেন্টিনা খেলেছে তাতে করে চারিদিকে হতাশা ছাড়া আরও কিছুই ছিলনা। গভীর রাত যেন আরও গভীর হয়ে উঠে। মেসি ভক্ত আর্জেন্টিনার দর্শকদের দম বন্ধ হওয়ার মতো অবস্থা।

তাহলে কি মেসি গোল পাবে না? আর্জেন্টিনার হয়ে কেউ ত্রাতা হয়ে উঠবেন না? ফুটবল যাদুকর মেসির শেষ বিশ্বকাপ খালি হাতেই থাকবে? এ রকম দুর্ভাবনার মাঝেই দ্বিতীয়ার্ধে চেনা আর্জেন্টিনাকে দেখা যায়। দেখা যায় চেনা মেসিকে। আর ত্রাতা হয়ে উঠেন সেই মেসিই। তার যাদকুরি সেই বাম পায়ের কারিশমাতেই গোলের দেখা পায়। পরে সেখানে বদলি খেলোয়াড় ফার্নান্দেজের অসাধারণ গোল যোগ হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে দ্বিতীয় পর্বে যাওয়া লড়াইয়ে শামিল হলো মেসি বাহিনী। কেটে গেছে প্রথম ম‌্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের আঁধার।

এই দুই দলের পয়েন্টই সমান ৩ করে। গোল গড়ও সমান-১। ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে পোর‌্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব। ‘সি’ গ্রুপ থেকে ৪ দলেরই শেষ ষোলতে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত। ৩০ নভেম্বর আর্জেন্টিনা খেলবে পোল‌্যান্ডের বিপক্ষে। মেক্সিকোর প্রতিপক্ষ সৌদি আরব।

আর্জেন্টিনার চাই জয়, মেক্সিকোর হার এড়ানো কিংবা ড্র। মেক্সিকোর এ রকম ভাবনার কারণ আগের ম‌্যাচে পোল‌্যান্ডের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট পাওয়া। এই ম‌্যাচে ড্র করতে পারলে ২ পয়েন্ট নিয়ে তারা শেষ ষোলতে যাওয়ার জন‌্য শেষ ম‌্যাচে মুখোমুখি হবে সৌদি আরবের। এদিকে শনিবার এই গ্রুপের আগের ম‌্যাচে পোল‌্যান্ডের কাছে ২-০ গেলে সৌদি আরব হেরে যাওয়াতে আর্জেন্টিনার জয়টা ‘অত‌্যাবশ্যকীয়’ হয়ে উঠে। লুসাইল আইকনিক স্টেডিয়ামে দুই দলের দৃষ্টি ভঙ্গির প্রতি ফলন দেখা যায় একাদশ সাজানো নিয়ে।আর্জেন্টিনা ১-৪-৪-২ পদ্ধতিতে খেলতে নামে। যেখানে মেক্সিকোর ফরমেশন ছিল ১-৫৩-২ পদ্ধতিতে। প্রথম ১০ মিনিট আর্জেন্টিনার দখলে বল ছিল শতকরা ৭৮ ভাগ। মেক্সিকো বল পায়ে রাখতে পেরেছিল মাত্র ২২ ভাগ। তবে এ সময় কোনও দলই সুযোগ তৈরি করতে পারেনি। তবে এসময় মেক্সিকো আর্জেন্টিরা গোল পোষ্ট লক্ষ‌্য করে একটি শট নিতে পেরেছিল, যা আবার পারেনি আর্জেন্টিনা। মেক্সিকো একটি কর্নারও আদায় করে নেয়। আজর্জেন্টিনা কোনও কর্ণার পায়নি।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেক্সিকো খেলায় ফিরে আসতে থাকে। যে কারণে বল পজিশনেও তাদের অগ্রগতি হয়। ২০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনার বল পজিশন ৭৮ থেকে নেমে ৬৭-তে নেমে আসে। মেক্সিকোর বেড়ে দাঁড়ায় ৩৩ ভাগে। এই ২০ মিনিটেও দুই দল তেমন কোনও উল্লেখযোগ‌্য সুযোগ সৃষ্টি করতে পারেনি। দুই দলের খেলা ছিল ছন্দহীন।বিশেষ করে ‘মাস্ট উইন’ ম‌্যাচে আর্জেন্টিনার খেলা ছিল রীতিমতো হতাশজনক। মেসি ঝলকের দেখা মিলেনি।

৩০ মিনিটেও দুই দল দেখার মতো কোনও সুযোগ তৈরি করতে পারেনি। মেক্সিকোর রক্ষণদেয়াল ভাঙ্গার মতো আক্রমন গড়তে পারেননি মেসির। যে কারণে বল নিয়ন্ত্রণে আজর্জেন্টিনার দাপট অব‌্যাহত থাকে বেশি। নিয়ন্ত্রণ বেড়ে ৬৮-তে যায়। এ সময় পর্যন্ত মেক্সিকো ১০টি, আর্জেন্টিনা ৪টি ফাউল করে।

মেক্সিকো যেখানে প্রথম ১০ মিনিটেই কর্নার আদায় করে নিয়েছ, সেখানে আর্জেন্টিনা প্রথম কর্নার পায় ৩০ মিনিট পর। এই ১০ মিনিট আর্জেন্টিনা কিছু গোছালো ফুটবল খেলে ২টি কর্ণার আদায় করে নেয়। একটি সুযোগও তৈরি করে। দ্বিতীয় কর্ণার সরাসরি না মেরে ডি মারিয়াকে পাস দিলে, পরে ডি মারিয়া ক্রস থেকে মার্টিনেজের হেড বারের উপর দিয়ে চলে যায়। এটিই ছিল আর্জেন্টিনার বলার মতো এই অর্ধে একমাত্র সুযোগ। বল দখলে যথারীতি ছিল আজর্জেন্টিনার দাপট।

প্রথমার্ধেরে শেষ ৫ মিনিট ছিল আবার মেক্সিকোর। এ সময় আর্জেন্টিনা নিশ্চিত একটি গোল হজম করা থেকে রক্ষ পায় গোলরক্ষক মার্টিনেজের অসম্ভব দৃঢ়তায়। ৪৪ মিনিটে ফ্রি কিক থেকে অ‌্যালেক্সি ভেগার শট গোলে ডুকার মুহুতের গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ ডান দিক দিয়ে শুন‌্যে শরীর ভাসয়ে দিয়ে বল গ্রিপে নিয়ে দলকে বাঁচান। প্রথমার্ধে আর্জেন্টিনা ‍৬৭ ও মেক্সিকো ৩৩ ভাগ বল দখল রাখে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গোলের জন‌্য মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। প্রথমার্ধের ছন্নছাড়া খেলা থেকে বের হয়ে এসে তারা গোছালো ফুটবল খেলতে থাকে। মেসিও একটু একটু করে ঝলক দেখাতে শুরু করেন। এ সময় মেক্সিকো আরও বেশি রক্ষণাত্মক হয়ে পড়ে। গোলরক্ষকসহ ১০ জন খেলোয়াড়ই তাদের সীমানায় নেমে আসে। উপরে ছিল মাত্র একজন খেলোয়াড়। যে কারণ কখনো আক্রমণে গেলে বল দেয়ার মতো কোনও খেলোয়াড় ছিল না মেক্সিকোর। এ সময় আর্জেন্টিনার বল নিয়ন্ত্রণের মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে।

মেক্সিকোর রক্ষণ মজবুত করার পরও আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করতে থাকে ৫১ মিনিটে পেয়ে গিয়েছিল ফ্রি কিক। ক্লাব ফুটবলে এ রকম ফ্রি কিক থেকে মেসির ভুরি ভুরি গোল আছে। যে কারণে আর্জেটাইন দর্শকরা গোলের জন‌্য আশাবাদী হয়ে উঠেন। কিন্তু হতাশ করেন মেসি। তার নেওয়া ফ্রি কিক মৃত ঘোড়ায় পরিণত হয়। চলে যায় বারের অনেক উপর দিয়ে। কিন্তু ক্লাব ফুটবলের সেই মেসি ঝলক দেখা যায় খেলার ৬৪ মিনিটে। ৩০ গজ দূর থেকে এ বিখ‌্যাত বাম পায়ের যাদুতে ডি বক্সের বাইরে থেকে কার্ভিং শটে নিশানাভেদ করে কোটি কোটি দর্শকের শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম থেকে মুক্ত করে উপলক্ষ এনে দেন।

গোল হজম করার পর মেক্সিকো রক্ষণ খোলাস ছেড়ে বের হয়ে গোল পরিশোধে মনোনিবেশ করে। এই সুযোগে আজর্জেন্টিনাও আক্রমণ গড়ার সুযোগ পায়। মেসি বেশ কয়েকবার বল নিয়ে বিপজ্জনকভাবে ডুকার চেষ্টা করেন। কখনও সতীর্থদের পাস দিয়ে নিজে জায়গা নেয়ার চেষ্টা করেন। কিন্তু মেক্সিকোর রক্ষণের কারণে সফল হতে পারেননি। তবে সেখানে সফল হন বদলি খেলোয়াড় ফার্নান্দেজ। শর্ট কর্নার থেকে মেসির পা ছুঁয়ে বল পেয়ে বক্সের ভেতর থেকে ফার্নান্দেজ দুর্দান্ত প্লেসিং শটে দৃষ্টিনন্দন গোল করে মেসির শেষ বিশ্বকাপ অভিযানের রাস্তাকে মসৃন করে তুলেন।

এমপি/এএস

Header Ad
Header Ad

জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না।

রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে ইশরাক লিখেছেন, "জীবন থাকতে কোনো স্থানীয় সরকার ফরকার হবে না। তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে, আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে।"

তিনি আরও লিখেছেন, "এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় আর কিছু বলার নাই। আর আমাদের দলীয় কেউ যদি ভুলেও স্বপ্ন দেখেন, যেই হন না কেন আপনাদের চিনবো না। অতএব এলাকায় ফ্যাসিবাদের স্থান দেওয়ার আগে ১০০ বার চিন্তা করে নিয়েন। আগে বরখাস্তকৃত কমিশনের/কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার, শাস্তি ও নির্মূল করতে হবে।"

 

তরুণ এই বিএনপি নেতা তার পোস্টে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনায় স্থানীয় নির্বাচন থাকতে পারে। কিছু নতুন দল বা ছোট দল নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করতে পারে। তবে তার মতে, "এই মার্কাবিহীন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উত্থান ঘটবে।"

তিনি আরও উল্লেখ করেন, "আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছে এই ব্যাপারে। এর বাইরে, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী বা মহানগর বিএনপির সদস্য হিসেবে, বা একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে, যে অবস্থানেই বিবেচনা করা হোক না কেন, আমি জানিয়ে দিচ্ছি—ঢাকার অলিগলির রাজনীতি কীভাবে চলে তা আমি জানি।"

ইশরাক হোসেন তার পোস্টের শেষ অংশে বলেন, "ঢাকা ও অন্যত্র স্থানীয় সরকার নির্বাচনের যে কোনো উদ্যোগকে চক্রান্ত হিসেবেই গণ্য করা হবে। হাসিনার কমিশনার/কাউন্সিলরা কিভাবে হয় এবং তারা কীভাবে ফিরে আসতে পারে, সেটাও আমাদের মুখস্থ।"

Header Ad
Header Ad

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!

ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহতের ঘটনায় দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়েছে। দিবসটি যথাযথভাবে পালনের জন্য সবাইকে অনুরোধ করেছে সরকার।

তবে পরিপত্র জারির পর থেকেই অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে, ২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি থাকবে? এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা চলছে।

সরকারি পরিপত্র অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকবে না। দিবসটি ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জাতীয়ভাবে পালন করা হবে, তবে ছুটি থাকবে না।

পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। তবে এটি সরকারি ছুটি ছাড়া জাতীয় দিবস হিসেবে পালন করা হবে।

এর আগে মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করা হবে, তবে এদিন সরকারি ছুটি থাকবে না।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। শোকাবহ ও হৃদয়বিদারক এই দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামি ছাত্রশিবির কর্তৃক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে। মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শিবির বীর মুক্তিযোদ্ধা ও শহীদের অবমাননা করছে উল্লেখ করে বিবৃতিতে দেয় ছাত্রসংগঠনটি ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র রাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুদা ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইট এর হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্রসংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদা’র হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী, তাদের ছাত্রসংগঠন ইসলামি ছাত্রসংঘ এবং পরবর্তীতে ইসলামি ছাত্রশিবিরকে নিতে হবে।

ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামি ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্রশিবির এর সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্রশিবির এর মধুর ক্যান্টিনে আসা উচিত নয়।

তারা আরও উল্লেখ করেন, অপারেশন সার্চলাইট এ শহীদ মধুদা’র মতো অসংখ্য মানুষ শহীদ হওয়ার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু ইসলামি ছাত্রশিবির নানাভাবে মহান মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং বীর শহীদদেরকে অবমাননা করছে। মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা
ভারতে ৫ বছর ধরে নিকটজনদের কাছে ধর্ষণের শিকার কিশোরী
ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও স্টারলিংক চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার
পাঁচ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, একাডেমিক শাটডাউন ও লংমার্চের ঘোষণা
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দুটি সময়সীমা নির্ধারণ: সিইসি
নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী
আহতদের চিকিৎসা বন্ধে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ শেখ হাসিনার নির্দেশ ছিলো
এস আলম পরিবারের ৮,১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ
প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু
৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, জানা গেল নাম
পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, কোনো দলের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
ধর্ষণের প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ
স্ত্রীর সামনে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
দুই ফুসফুসেই নিউমোনিয়া, পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’
সংস্কার কমিশনের সুপারিশ: জুনেই স্থানীয় সরকার নির্বাচন
নওগাঁয় রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি
প্রযোজনায় নাম লেখালেন বুবলি  
চোখে লাল কাপড় বেধে ঢাকার উদ্দেশ্যে কুয়েটের ৮০ শিক্ষার্থী