প্রতি বিশ্বকাপে থাকবে ম্যারাডোনা দিবস: ফিফা
কাতারে চলছে ফুটবল উৎসব। ডিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে তা দেখতে হচ্ছে স্বর্গে বসে। দুই বছর আগেই যে ধরাধামের মায়া ত্যাগ করেছেন ফুটবল ঈশ^র। কিন্তু ফুটবল ভুলছে না তাকে। বরং বিশ্বকাপের মাঝে তার দ্বিতীয় প্রয়ান দিবস আরও একবার কাঁদাচ্ছে বিশ্বকে।
শুধু এবার নয়, প্রতিটি বিশ্বকাপেই ম্যারাডোনাকে বাঁচিয়ে রাখতে চায় ফিফা। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো ঘোষণা দিয়েছেন এমন থেকে প্রতি বিশ্বকাপে থাকবে ম্যারাডোনা দিবস।
বিশ্ব ম্যারাডোনাকে হারিয়েছে ২০২০ সালের ২৫ নভেম্বর। ৬০ বছর বয়সে তার প্রাণ যায় হার্ট অ্যাটাকে। ‘হ্যান্ড অব গড’ খ্যাত তারকার অকাল মৃত্যু আজীবনের আফসোস ক্রীড়াপ্রেমিদের জন্য। প্রতিটা ক্ষণ তার অভাব মনে করিয়ে দেয়, বিশেষ করে যখন চলছে ফুটবল বিশ্বকাপ।
ফুটবলের বিশ্ব মঞ্চে যে যেভাবে পারছে স্মরণ করছে ম্যারাডোনাকে। যেমনটা চিরকাল ধরে রাখতে কার্যকরী এক পদক্ষেপ নিলেন ইনফ্যান্তিনো। ম্যারাডোনার মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কাতারে একটি অনুষ্ঠানে শ্রদ্ধা জানানোর সময় ফিফা প্রেসিডেন্ট জানান, ফুটবলে তার বিশাল অবদানের কারণে প্রতিটি টুর্নামেন্টে এই তেজস্বী ব্যক্তিকে স্মরণ করা উচিত।
ইনফ্যান্তিনোর ভাষ্য ছিল ঠিক এমন, ‘ডিয়েগো অমর, তিনি আমাদের সঙ্গে আছেন। তাকে আমাদের শুধু শ্রদ্ধা জানালে চলবে না, ডিয়েগোকে উদযাপনও করতে হবে। আমি চাই এখন থেকে, প্রতি বিশ্বকাপে আমরা ডিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে উদযাপন করতে একদিন সময় নেব। কারণ, তিনি আমাদের খেলা ফুটবলের প্রেমে ফেলেছেন অনেক মানুষকে।’
ম্যারাডোনার প্রতি নিজ শ্রদ্ধা এভাবেই প্রকাশ করেন ফিফাপ্রধান, ‘আমি ইতালিয়ান এবং একজন ইন্টার সমর্থক। আমি আর্জেন্টিনা কিংবা নাপোলির সমর্থক নই। অবশ্যই ডিয়েগো ইন্টার এবং ইতালিকে অনেকবার কাঁদিয়েছেন, কিন্তু আমরা তাকে ভালোবাসি।
আমি গর্বিত কারণ ফুটবলে আমি এবং আলেহান্দ্রো ডমিনগুয়েজ (কনমেবল প্রেসিডেন্ট) ফুটবলে আগমনের পর, ডিয়েগো রাশিয়া বিশ্বকাপে আমাদের সঙ্গে ছিলেন।’
ইনফ্যান্তিনো যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে আমি অনেকবার তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি এবং হয় বন্ধুত্ব। ডিয়েগো আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকা এবং সারা বিশ্বে একজন মহান নেতা ছিলেন। আমাদের তাকে স্মরণ করতে হবে।
আমি আবেগ অনুভব করছি, আমরা তাকে এই বিশ্বকাপে এখানে উপস্থিত করতে পছন্দ করতাম...তিনি আমাদের সবার হৃদয়ে আছেন।’
এমএমএ/