প্রিয় খেলোয়াড় মেসিকেই হারাতে চান লোসানো
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (২৬ নভেম্বর) মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ মেক্সিকো। বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের আগে বেশ রোমাঞ্চে ফুটছেন মেক্সিকোর ফরোয়ার্ড হারভিং লোসানো। কারণ প্রতিপক্ষ দলের প্রাণভোমরা লিওনেল মেসি তার প্রিয় খেলোয়াড়। তাকে হারিয়েই এই উপলক্ষ রাঙাতে চান নাপোলি ক্লাবে খেলা ২৭ বছর বয়সী এই ফুটবলার।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই মেসিদের। ড্র করলেও সম্ভাবনা টিকে থাকবে, সেটি যদি-কিন্তুর সমীকরণে।
তবে আর্জেন্টিনাকে সেই সুযোগ দিতে চায় না মেক্সিকো। প্রথম ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ড্র করা মেক্সিকানদের চোখও দারুণ জয়ে। তার আগে মেসিকে নিয়ে মেক্সিকান ফরোয়ার্ড লোসানা বলেছেন কথা।
মেসির বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের দলে আছে বিশ্বসেরা ফুটবলার, আমার কাছে সেরা খেলোয়াড় হলেন মেসি… এটা আমার জন্য বিশেষ এক মুহূর্ত।’
লাসানো আত্মবিশ্বাসী, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের মতো আরেকটি চমক উপহার দিতে পারবেন তারা। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই অনেক ধৈর্য ও বুদ্ধির প্রয়োজন হবে। আমরা দারুণ একটি দল, মাঠে আমাদের এটা দেখাতে হবে। এই ম্যাচটি হতে পারে (পরের ধাপে উঠার) চাবিকাঠি।’
বিশ্বকাপের পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষে। বৈশ্বিক মঞ্চে দুই দল মুখোমুখি হয়েছে তিনবার। প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা।
এসজি