নেদারল্যান্ডস-ইকুয়েডর পয়েন্ট ভাগাভাগি
শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডস-ইকুয়েডর ম্যাচে কেউ জিতেনি। দুই দলই ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। নেদারল্যান্ডসের পক্ষে গাকপু ও ইকুয়েডরের পক্ষে ভ্যালেন্সিয়া গোল করেন। এর ফলে ‘এ’ গ্রুপ থেকে দুই দলই শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে বেশ এগিয়ে গেল।
‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে এবারের আসর থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে স্বাগতিক কাতার। তারা আজ (২৫ নভেম্বর) ১-৩ গোলে হেরেছে সেনেগালের কাছে। গ্রুপ থেকে শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে আছে সেনেগালও। নেদারল্যান্ডস ও ইকুয়েডর দুই দলেরই এটি ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে দুই দলই ২-০ গোলে জয়ী হয়েছিল। ইকুয়েডর আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে এবং নেদারল্যান্ডস ২-০ গোলে সেনেগালকে পরাজিত করেছিল। ২ ম্যাচ শেষে নেদারল্যান্ডস ও ইকুয়েডরের পয়েন্ট ৪ করে। সেনেগালের পয়েন্ট ৩। কাতারের পয়েন্ট শূন্য।
শেষ ষোলো নিশ্চিত করতে দুই দলকেই গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করকে হবে। দুই দলই মাঠে নামবে ২৯ নভেম্বর। দুটি খেলায় শুরু হবে একই সময়ে রাত ৯টায়। তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকবে নেদারল্যান্ডস। তাদের প্রতিপক্ষ কাতার। যারা ইতোমধ্যে আসর থেকে বিদায় নিয়েছে। ইকুয়েডরের প্রতিপক্ষ সেনেগাল।
আর রাহিয়ানের খলিফা আর্ন্তজাতিক স্টেডিয়ামে দুই দলই লড়েছে সমান তালে। যে দল জয়ী হতো তাদেরই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হতো। এমন সমীকরণে খেলতে নেমে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। যদিও খেলা শুরুর ৬ মিনিটেই ক্লাসনের কাছ থেকে বল পেয়ে গাকপোর গোলে নেদারল্যান্ডস এগিয়ে গিয়েছিল। এই লিড তারা ধরেও রেখেছিল প্রথমার্ধে। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ৪৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার গোলে খেলায় সমতা আনে ইকুয়েডর। ভ্যালেন্সিয়া প্রথম ম্যাচে কাতারের বিপক্ষেও ২ গোল করেছিলেন। এই ম্যাচেও তিনি গোল করা ছাড়া তিন তিনটি সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে ইকুয়েডর যে গোল পরিশোধ করেছিল, তা তারা প্রথমার্ধের ইনজুরি টাইমেই পরিশোধ করে দিয়েছিল। কিন্তু এস্তপিনানের করা গোল রেফারি অফসাইডের কারণে বাতিল করে দেন।
এমপি/এসজি