পড়ালেখা শেষে পরীক্ষার জন্য প্রস্তুত আর্জেন্টিনা
আরেকটি হার বিদায়ের দরজায় দাঁড় করাবে আর্জেন্টিনা। তাই আগামীকাল (২৬ নভেম্বর) মেক্সিকো ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য বাঁচা-মরার লড়াই। পড়ালেখা শেষে কঠিন এই পরীক্ষার জন্য প্রস্তুত আর্জেন্টিনা।
যে লুসাইল আইকনিক স্টেডিয়ামে সর্বনাশা শুরু, সেই ভেন্যুতেই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কাল এই মাঠে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং মেক্সিকো। ম্যাচটিকে ‘ফাইনাল’ মেনেই খেলতে নামবে লিওনেল স্কালোনির দল, এমনটিই জানালেন লাউতারো মার্টিনেজ।
সবার জানা, সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হার দিয়ে লিওনেল মেসি শেষ বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। নকআউটে উঠার লড়াইয়ে সমীকরণ বেড়াজাল এড়াতে পরের দুই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের- এমনটা মনে করিয়ে দিয়ে মার্টিনেজ বললেন, ‘এটি আমাদের জন্য একটি ফাইনালের মতো হবে, কারণ এটি এমন একটি ম্যাচ যা এই বিশ্বকাপে আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে।’
বাস্তবিক অর্থে বিশ্বকাপে এই মুহূর্তে কঠিন চাপের মুখে আর্জেন্টিনা। কিন্তু শুক্রবার সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন ফরোয়ার্ড বললেন ঠিক উল্টো কথা, ‘কোনো চাপ নেই। আমরা বিশ্বাস রাখি, আত্মবিশ্বাসী, আমাদের কোচিং স্টাফের উপর আস্থা আছে, প্রতিটি খেলোয়াড়ের উপর আস্থা রাখছি এবং আমরা আমাদের শান্ত রাখছি।’
মার্টিনেজ যোগ করেন, ‘হ্যাঁ, আমরা উদ্বোধনী ম্যাচ নিয়ে ব্যথিত ছিলাম কিন্তু এখন আমরা মেক্সিকোকে নিয়ে চিন্তা করছি। আমরা আত্মবিশ্বাসী। আমরা খুব আশাবাদী এবং আমি মনে করি আমরা ছোট কারণে হেরেছি, নিজেদের ভুলে। আমরা আমাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বী নিয়ে পড়ালেখা করেছি এবং আমি মনে করি আমরা প্রস্তুত।’
এসজি